ঢাকা শনিবার, ১৭ মে, ২০২৫

কসমেটিক সার্জারির দৌরাত্ম্যে বলিউডে কৃত্রিম সৌন্দর্যই এখন ট্রেন্ডি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০৯:২৫ পিএম
খুশি কাপুর ও জানভি কাপুর। ছবি- সংগৃহীত

নায়িকা হতে হলে এখন আর শুধু অভিনয় জানলেই চলে না। সঙ্গে চাই নিখুঁত মুখ, টানটান ত্বক, স্লিম কোমর আর ‘পারফেক্ট’ বুকের মাপ! অন্তত বলিউডের সাম্প্রতিক ট্রেন্ড সে কথাই বলে। 

এক ইউটিউব সাক্ষাৎকারে কসমেটিক সার্জন বিক্রম সিং রাঠোর জানান, আজকাল বলিউড অভিনেত্রীরা সৌন্দর্য ধরে রাখতে ‘মমি মেকওভার’, লিপোসাকশন, বডি কনট্যুরিং, ব্রেস্ট সার্জারি থেকে শুরু করে নাক ও চোখের পাতার সার্জারির দিকেও ঝুঁকছেন।

তিনি বলেন, ‘আমার মহিলা ক্লায়েন্টদের ফোকাস থাকে তাঁদের চেহারার ওপর। তাঁরা চায় মুখের দাগছোপ আর ঝুলে যাওয়া অংশগুলো ঠিক করতে। ডাবল চিন ঠিক করা, শরীরের ফ্যাট কাটা, শরীরের শেপ ঠিক করা- এসব এখন নিয়মিত চাহিদা। অনেকে ব্রেস্ট আপলিফটমেন্ট কিংবা রিডাকশন, রাইনোপ্লাস্টি বা ব্লেফারোপ্লাস্টির মতো সার্জারিও করাচ্ছেন।’

তবে সবচেয়ে বিতর্ক তৈরি করেছে তাঁর ‘মমি মেকওভার’ নিয়ে করা মন্তব্য। তাঁর ভাষায়, ‘গর্ভধারণের পর নারীর শরীরে অনেক পরিবর্তন আসে। তখন অনেক অভিনেত্রী ভাবেন তাঁদের ক্যারিয়ার শেষ। তাঁরা ডিপ্রেশনে চলে যান। তখন তাঁদের জন্য মমি মেকওভার- যার মধ্যে থাকে ব্রেস্ট আপলিফটমেন্ট, টামি টাক আর লিপোসাকশন।’

রাঠোরের এ মন্তব্য ঘিরেই শুরু হয়েছে আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন- গর্ভধারণ কি তবে অভিনেত্রীদের জন্য ‘ঝুঁকি’? মা হতে চাওয়াটাই কি ক্যারিয়ারের অন্তরায়? আর তাই কি এই অপারেশনগুলোকে ‘সমাধান’ হিসেবে তুলে ধরা হচ্ছে?

সমালোচকদের মতে, ‘মমি মেকওভার’ নামেই যেমন মাতৃত্বকে অপমান করা হয়, তেমনি এই সার্জারিগুলোকে ‘নায়িকা হওয়ার শর্ত’ বানিয়ে ফেলাও ভয়ংকর বার্তা সমাজে ছড়ায়। 

একজন মন্তব্য করেছেন, ‘যদি সবার মুখ-চোখ, নাক-বুক একরকম করে তুলতেই হয়, তাহলে তো সবাই মূর্তির মতো হয়ে যাবে, মানুষ থাকবে কোথায়?’

খুশি কাপুর ও জানভি কাপুর এ বিষয়ে মুখ খুললেও অধিকাংশ বলিউড তারকাই চুপ। প্রশ্ন একটাই, নায়িকারা কি আর নিজের মতো করে ‘মানবী’ থাকতে পারবে না? না কি সবটাই এখন প্লাস্টিক সৌন্দর্যের প্রতিযোগিতা?