জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন।
ডিপিএল চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠ থেকে ফিরে আসা এই বাঁহাতি ওপেনার এখনো খেলার জন্য পুরোপুরি প্রস্তুত নন।
মঙ্গলবার (১৯ আগস্ট) শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন তামিম। এ সময় তিনি গণমাধ্যমের মুখোমুখি হন এবং নিজের বর্তমান অবস্থা, বিপিএলের ফিক্সিং বিতর্ক, এবং শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
তামিম বলেন, আমি সবসময় একটা কথা বলি—ক্রিকেটের জন্য, ক্রিকেটারদের জন্য যখনই আমার কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হবে বা কোনোভাবে অবদান রাখতে পারি, আপনারা আমাকে সবসময় পাবেন।
সম্প্রতি বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য করেননি তামিম। তিনি বলেন, আপনারা যেভাবে দেখেছেন, আমিও সেভাবেই দেখেছি।
ওই রিপোর্ট কতটা নির্ভরযোগ্য, সেটাও জানি না। যারা দায়িত্বে আছেন, তারা যদি কোনো রিপোর্ট দেন এবং সেটা প্রকাশিত হয়, তখন এ নিয়ে কথা বলা যাবে।
তরুণ ক্রিকেটারদের উদ্দেশ্যে তামিম বলেন, অনেকেই আছেন যারা অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-১৭ বা অনূর্ধ্ব-১৫ দলে খেলেননি, কিন্তু জাতীয় দলে সুযোগ পেয়েছেন।
আবার কেউ জাতীয় দলে এক ম্যাচ খেলে বাদ পড়েছেন, তিন বছর পর ফিরে এসে ১০ বছর খেলেছেন।
তাই আমি বলবো, যাই হোক, আপনারা সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। ভালো না হলে কোনো সমস্যা নেই, সুযোগ আবার আসবে।
অপরদিকে, শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানান তামিম।
তিনি বলেন, আমরা ক্রিকেট বা ক্রিকেট বোর্ড নিয়ে অনেক কথা বলি। আমার কাছে মনে হয় তাদের এখানে আরও বেশি বিনিয়োগ করা উচিত।
কারণ, তাদের চাওয়া খুবই সামান্য। পরিবার বলেন বা ব্যক্তিগতভাবে বলেন—তাদের একটাই চাওয়া, তারা ক্রিকেটকে বেশি ভালোবাসে।