বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে স্পট ফিক্সিং কেলেঙ্কারির অভিযোগ নিয়ে তোলপাড় চলছে। বিসিবির দুর্নীতি দমন সংস্থা ‘আকুর’ তদন্তে একাধিক সাবেক জাতীয় ক্রিকেটারের দিকে সন্দেহের তীর থাকার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন তাদের হাতে এসে পৌঁছায়নি।
আগামী সপ্তাহে প্রতিবেদনটি জমা পড়ার কথা রয়েছে, এরপরই বোর্ড এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে জাতীয় দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, বোর্ড পরিচালক ও কর্মকর্তারা এক দীর্ঘ আলোচনায় বসেন।
সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলা এই বৈঠকে ম্যাচ ফিক্সিং ও ডোপিংয়ের মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করা অ্যালেক্স মার্শাল এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং বোর্ডকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
এ বিষয়ে আমিনুল ইসলাম বুলবুল বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত কোনো প্রতিবেদন আসেনি। আগামী সপ্তাহে আসার কথা রয়েছে। প্রতিবেদন আসার পর আমরা সিদ্ধান্ত নেব।
তিনি আরও বলেন, আমাদের ছেলে-মেয়েরা যারা ক্রিকেট খেলে, সেই খেলাটাকে রক্ষা করার জন্য আমরা অ্যালেক্স মার্শালকে নিয়ে শতভাগ শৃঙ্খলা রক্ষার চেষ্টা করব। সেটাই আমাদের প্রধান লক্ষ্য।