ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

‘তোমায় খাওয়াতে পারি, যদি হতে চাও সঙ্গী’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৯:০১ পিএম
অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছবি- সংগৃহীত

অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নিজের অভিনয় দক্ষতা দিয়ে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন।

যেখানে নিজের ভালো লাগার বিষয়গুলো ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে থাকেন। এবার একাধিক ছবি পোস্ট করে তাসনিয়া ফারিণ জানিয়েছেন, ‘তোমায় খাওয়াতে পারি, যদি হতে চাও সঙ্গী।’

পোস্ট করে এ অভিনেত্রী লিখেছেন, ‘বেশি কিছু চাই না আমি, এক টুকরো আকাশ, দূর পাহাড়ে ছোট্ট বাড়ি। মেঘের হাওয়াই মিঠাই বানিয়ে তোমায় খাওয়াতে পারি, যদি হতে চাও সঙ্গী।’

ছোট্ট মেঘের বাড়ির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘চশমা নিও রঙিন, ফিরতে চাইলে তোমার সাথে জীবনের আড়ি। তোমায় দেওয়ার আছে শুধু জায়গাটুকু, আমার ছোট্ট মেঘের বাড়ির।’

প্রসঙ্গত, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তাসনিয়া ফারিণের অভিষেক হয়। মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় শুরু করেন।

২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি মর্তুজার সাথে কাজ করেন। একই বছর ফারিণ অভিনীত ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে।