ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

‘হুমায়রাকে যে এই অবস্থা করেছে, তার আল্লাহ’র ভয় নেই’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৯:৫৭ পিএম
পাকিস্তানি অভিনেত্রী হুমায়রা আসগরের পিতা-মাতা। ছবি - সংগৃহীত

গত ৯ জুলাই করাচির একটি অ্যাপার্টমেন্ট থেকে পচাগলা মরদেহ উদ্ধার হয় পাকিস্তানি অভিনেত্রী হুমায়রা আসগরের। এই খবর ছড়ানোর সাথে সাথেই তোলপাড় শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। হুমায়রার মৃত্যুর এতোদিন পর এসে মুখ খুললেন তার বাবা ডা. আসগর। বললেন, ‘হুমায়রাকে যে এই অবস্থা করেছে, তার আল্লাহ’র ভয় নেই।’

গত ৯ জুলাই উদ্ধার হওয়া মরদেহটি পাওয়া যায় উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায়। পুলিশের ধারণা, ৩২ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যু হয়েছিল অন্তত ৯ মাস আগে। 

পাকিস্তানি অভিনেত্রী হুমায়রা আসগর।  ছবি - সংগৃহীত

বিষয়টি ঘিরে তৈরি হয় একের পর এক প্রশ্ন। এবার হুমায়রার বাবা সরাসরি অভিযোগ তুললেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং এর পেছনে কোনো ‘অমানুষিক’ হাত রয়েছে।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেয়েকে যেভাবে পাওয়া গেছে, তাতে আমাদের মনে হচ্ছে, এটা কোনো দুর্ঘটনা নয়। এর পেছনে এমন কেউ জড়িত, যার মনে আল্লাহ’র ভয় নেই।’

মেয়ের মৃত্যুর পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা গুজব, হুমায়রার পরিবার নাকি মরদেহ নিতে অস্বীকৃতি জানিয়েছে, তিনি আর্থিক সংকটে ছিলেন, এমনকি বাসাভাড়াও দিতে পারতেন না। তবে এসব দাবি একেবারেই মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তার পরিবার।

তারা জানিয়েছে, হুমায়রা ভালো আয় করতেন, ঘরে বহু দামি জামাকাপড় পাওয়া গেছে যেগুলো তিনি পরেনইনি। যদি কোনো বিল বাকি থেকেও থাকে, তাহলে সেটা তার মৃত্যুর পরবর্তী সময়ের।

অভিনেত্রী হুমায়রা আসগরের পিতা-মাতা।  ছবি - সংগৃহীত

ডা. আসগর জানান, হুমায়রার সঙ্গে পরিবারের কোনো বিচ্ছেদ ছিল না। বরং প্রতি কয়েক মাস পরপরই মেয়েটি বাড়িতে আসত, পরিবারের সঙ্গেও ছিল নিয়মিত যোগাযোগ। 

তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম হুমায়রা বিদেশে গেছে। তাই অপেক্ষায় ছিলাম। হঠাৎ একদিন টেলিভিশনে তার মৃত্যুর খবর দেখে স্তব্ধ হয়ে যাই।’

এ ঘটনায় হুমায়রার পরিবার চায় পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হোক।