ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

৬৫০ জন স্টান্ট শিল্পীর দায়িত্ব নিলেন অক্ষয়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ১০:৪৪ পিএম
বলিউড তারকা অক্ষয় কুমার। ছবি- সংগৃহীত

শুটিং সেটে এক স্টান্টম্যানের মৃত্যুকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া উদ্বেগের পর নিজ উদ্যোগে সারা ভারতের প্রায় ৬৫০ জন স্টান্টম্যান ও স্টান্টওম্যানের দায়িত্ব নিলেন বলিউড তারকা অক্ষয় কুমার।

সম্প্রতি তামিল তারকা আর্য অভিনীত ‘ভেতুবন’ ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে দুর্ঘটনায় মৃত্যু হয় এস. এম. রাজু নামের এক স্টান্ট পারফর্মারের। 

নিজের শেষ স্টান্টের আগে স্টান্টম্যান এস. এম. রাজু। ছবি- সংগৃহীত

এই মর্মান্তিক ঘটনায় চলচ্চিত্র শিল্পে কাজ করা স্টান্ট পারফর্মারদের নিরাপত্তা নিয়ে প্রবল প্রশ্ন ওঠে। এই প্রশ্নের উত্তর দিতেই এবার সামনে এলেন ‘খিলাড়ি’খ্যাত অক্ষয় কুমার।

স্টান্ট কো-অর্ডিনেটর বিক্রম দহিয়া ভারতীয় গণমাধ্যমকে জানান, অক্ষয়ের উদ্যোগে এখন থেকে ৬৫০-৭০০ জন স্টান্ট পারফর্মার ও অ্যাকশন দৃশ্যে নিযুক্ত কর্মীরা স্বাস্থ্যবিমা ও দুর্ঘটনাজনিত বিমার আওতায় থাকবেন। 

বিক্রম বলেন, ‘অক্ষয় স্যারকে ধন্যবাদ। এখন থেকে যদি কেউ আহত হন, তা সে শুটিং সেটে হোক বা সেটের বাইরে, প্রত্যেকেই পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকার ক্যাশলেস চিকিৎসা পাবেন।’

চলচ্চিত্রে বিভিন্ন ঝুঁকিপূর্ণ দৃশ্যে এই স্টান্ট পারফর্মারদের নিয়োগ দেওয়া হয়, কিন্তু তাদের নিরাপত্তা ও চিকিৎসা-সংক্রান্ত সুবিধা বরাবরই উপেক্ষিত থেকে এসেছে। বারবার অভিযোগ উঠলেও সুরাহা হয়নি দীর্ঘদিন। এবার সেই শূন্যস্থান পূরণে কার্যকর পদক্ষেপ নিলেন অক্ষয় কুমার।