দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম ওয়ানডেতেই বাজিমাত করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ বেননিতে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ১৩০ রানে হারিয়ে দারুণ সূচনা করল আজিজুল হাকিম তামিমের দল। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে তোলে ২৮৫ রান। ওপেনার জাওয়াদ আবরার ৬১ বলে খেলেন ৭০ রানের ঝোড়ো ইনিংস। মিডল অর্ডারে রিজান হোসেন ও মোহাম্মদ আবদুল্লাহ দুজনেই ফিফটি তুলে দলকে নিয়ে যান বড় সংগ্রহের দিকে।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। ইনিংসের পঞ্চম রানেই তারা হারায় দুই ওপেনারকে। বাংলাদেশের পেসার ইকবাল হোসেন ইমন নতুন বলে শুরুটা দারুণ করেন।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রোটিয়া শিবির। শতকের আগেই তাদের ছয় ব্যাটার সাজঘরে ফিরে গেলে ম্যাচে আর ফেরার সুযোগ পায়নি স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৩২ ওভার ১ বলে ১৫৫ রানে গুটিয়ে যায় তারা।
দলের একমাত্র লড়াকু ব্যাটার ছিলেন মোহাম্মদ বুলবুলিয়া। ৭৯ বলে ৭২ রানের ইনিংস খেলেও দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেননি তিনি।
আপনার মতামত লিখুন :