ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

ফ্লপ সিনেমার ভিড়েও কীভাবে শত কোটি কামাচ্ছেন অক্ষয়?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৮:৩৮ পিএম
বলিউড তারকা অক্ষয় কুমার। ছবি - সংগৃহীত

হাতে সিনেমার লিস্ট লম্বা, কিন্তু বক্স অফিসে হালে পানি নেই অক্ষয় কুমারের। একের পর এক ফ্লপ ছবি যেন তার ‘খিলাড়ি’ তকমাটাকেই কাবু করে দিচ্ছে। অথচ বলিউডপাড়ার হিসাব বলছে, এই ‘ফ্লপ তারকাই’ সাত মাসেই আয় করেছেন টানা ১১০ কোটি টাকা! আর এ টাকা এসেছে একদম ভিন্ন খাত থেকে-সোজা রিয়েল এস্টেটের খেলা!

ঘুরেফিরে একটা প্রশ্ন উঠছেই-সিনেমা না চললে এই আয় আসছে কোথা থেকে? ভারতীয় এক গণমাধ্যমকে ঘনিষ্ঠ সূত্র জানায়, গত কয়েক বছরে অক্ষয় রিয়েল এস্টেটে বড়সড় বিনিয়োগ করেছিলেন। এখন একের পর এক সে সম্পত্তি বিক্রি করেই কোটি কোটি টাকার মালিক হচ্ছেন তিনি।

অক্ষয় কুমার। ছবি - সংগৃহীত

তালিকার শীর্ষে রয়েছে মুম্বাইয়ের ওরলিতে তার বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি-৬৮৩০ বর্গফুটের ওই অ্যাপার্টমেন্টটি স্ত্রী টুইঙ্কল খান্নার সঙ্গে মিলে তিনি বিক্রি করেছেন ৮০ কোটি টাকায়! এটিই তার সাম্প্রতিক আয় হিসেবের প্রায় ৭০ শতাংশ।

এতেই থেমে থাকেননি তিনি। ইনডেক্সট্যাপের রিপোর্ট অনুযায়ী, বোরিভালির ওবেরয় স্কাই সিটি প্রকল্পে থাকা একাধিক ৩বিএইচকে ফ্ল্যাট ও স্টুডিও অ্যাপার্টমেন্টও বিক্রি করেছেন অক্ষয়। এর মধ্যে একটি ৪.২৫ কোটিতে বেচেছেন, যার কেনা দাম ছিল অনেক কম-সোজা ৭৮ শতাংশ মুনাফা!

এপ্রিল মাসে লোয়ার পারেলের লোধা ওয়ান প্লেসে একটি অফিস স্পেস বিক্রি করেছেন ৮ কোটিতে, যেটি কিনেছিলেন মাত্র ৪.৮৫ কোটিতে। মানে, আবারও বড়সড় লাভ-এইবার ৬৫ শতাংশ!

অক্ষয় কুমার। ছবি - সংগৃহীত

অবশ্য সিনেমার মাঠে তিনি এখনও খেলছেন। ‘হাউসফুল ৫’ এর সাফল্য কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে। সামনে ‘ভুত বাংলো’, ‘জলি এলএলবি ৩’, ‘হেরা ফেরি ৩’ আর ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর মতো প্রজেক্ট হাতে।

তবে সবমিলিয়ে প্রশ্ন থেকেই যায়-সিনেমার খাতায় যাদের নাম নেই, তারা কি তবে প্রপার্টির দৌড়ে নাম লিখিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিকে নতুন ‘ফিনান্সিং মডেল’ দেখাচ্ছেন? অক্ষয়ের এই নতুন খেলা দেখে বলিপাড়া কিন্তু বেশ হকচকিয়ে গেছে!