ঢাকা সোমবার, ১৯ মে, ২০২৫

নুসরাতকে জামিন না দিয়ে কারাগারে পাঠালেন আদালত

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৯, ২০২৫, ১০:৪৫ এএম
অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি- সংগৃহীত

অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে সোমবার (১৯ মে) ভোরে তাকে রাজধানীর ভাটারা থানা থেকে আদালতে আনা হয়। এরপর ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।

এর আগে রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ শেষে ভাটারা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।