কুমিল্লায় শুটিং করতে গিয়েই নুসরাত ইমরোজ তিশার সঙ্গে প্রেমের বন্ধনে জড়িয়েছিলেন বলে জানান পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। রোববার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীতে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই প্রেমের গল্প জানান অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ফারুকী।
নিজের বক্তব্যে কবি নজরুলের প্রেম স্মরণ করতে গিয়েই হঠাৎ করে নিজের ভালোবাসার কাহিনি শোনান ফারুকী।
তিনি বলেন, ‘কুমিল্লার সঙ্গে আমার গভীর প্রেম। আপনারা জানেন, কুমিল্লায় আমি বহুবার শুটিং করতে এসেছি। আমার প্রেম, মানে যাকে বিয়ে করেছি পরে, তিশা; আমার প্রেমের গভীরতা কিন্তু কুমিল্লাতে শুরু হয়। ‘ক্যারাম’ নামে একটি প্রোডাকশন করতে এসে।’
তিনি আরও বলেন, ‘কুমিল্লায় যে শুধু নজরুলের প্রেমের স্মৃতি রয়েছে, তা কিন্তু নয়, নজরুলের ছোট ভাইদেরও প্রেমের স্মৃতি রয়েছে। আমরা যখনই কুমিল্লায় শুটিং করতে আসতাম, নজরুলের কোন জায়গায় স্মৃতি রয়েছে, তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হতো।’
নির্মাণের মধ্য দিয়ে জনপ্রিয়তা পাওয়া ফারুকী ও অভিনেত্রী তিশা দীর্ঘ প্রেমের পর ২০১০ সালের জুলাইয়ে বিয়েবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে বর্তমানে ইলহাম নুসরাত ফারুকী নামে একটি কন্যাসন্তান রয়েছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন