ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

‘তাণ্ডব’ পাইরেসি : হল-অপারেটরসহ গ্রেপ্তার ৩

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুন ১৮, ২০২৫, ০৫:২৭ পিএম
ছবি - সংগৃহীত

ঈদুল আজহায় মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার পাইরেসির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নোয়াখালীর টিপু সুলতান, ময়মনসিংহের সাদি সাদ ও সাভারে অবস্থিত একটি প্রেক্ষাগৃহের অপারেটর সাজেদুল ইসলাম। 

প্রযোজনা প্রতিষ্ঠানের দায়ের করা কপিরাইট আইনের মামলার পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার বিভাগের একটি দল তাদের গ্রেপ্তার করে।

পাইরেসি চক্রের মূলহোতা নোয়াখালীর টিপু সুলতান। ছবি - সংগৃহীত

গ্রেপ্তারের বিষয়ে আজ বুধবার দুপুরে মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। 

তিনি বলেন, ‘টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে ‘তাণ্ডব’ সিনেমার এইচডি কপি প্রথম ছড়ানো হয়, এবং কারা এই চ্যানেলটি নিয়ন্ত্রণ করে তা শনাক্তের চেষ্টা চলছে। লিংক অ্যানালাইসিসের মাধ্যমে প্রমাণ সংগ্রহে কাজ করছে ডিবি সাইবার টিম।’

পুলিশ জানায়, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা টিপু সুলতান (৩৫) পাইরেসির মূল পরিকল্পনাকারী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় মাইজদীর মোহাম্মদিয়া হোটেলসংলগ্ন এলাকা থেকে জেলা ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

তার স্বীকারোক্তিতে উঠে আসে, তিনি বেআইনিভাবে সিনেমার পুরো এইচডি সংস্করণ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেন।

এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ থেকে সাদি সাদ ও সাভার থেকে একটি সিনেমা হলের অপারেটর সাজেদুল ইসলামকে আটক করা হয়। 

তদন্তকারীরা জানান, গ্রেপ্তারকৃতদের সঙ্গে কোনো না কোনো প্রেক্ষাগৃহের সংশ্লিষ্টতা রয়েছে, যা পাইরেসির সম্ভাব্য উৎস হিসেবে দেখা হচ্ছে।

সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া (ওরফে শাহরিয়ার শাকিল) জানান, বনানী থানায় তিনি তিনজনের নাম-পরিচয়সহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন। 

পরে মামলাটি ডিবি বিভাগে হস্তান্তর হয় এবং মাত্র একদিনের ব্যবধানে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

প্রযোজক বলেন, ‘বরবাদ’ সিনেমার পাইরেসির সময় কঠোর পদক্ষেপ না নেওয়ার কারণে এবার ‘তাণ্ডব’ নিয়ে চক্রটি সাহস পেয়েছে। 

তিনি বলেন, ‘যদি পাইরেসির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা যায়, তাহলে সিনেমা বানানো অসম্ভব হয়ে উঠবে।’

রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ ঈদে মুক্তি পেয়েছে দেশের ১৩২টি প্রেক্ষাগৃহে। শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন জয়া আহসান ও সাবিলা নূর। সিনেমাটি এখনো মাল্টিপ্লেক্সগুলোতে দর্শকের আগ্রহে টিকিট সংকটের মুখে রয়েছে।