দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত ‘নীলপদ্ম’ সিনেমাটি টোকিও লিফট অফ চলচ্চিত্র উৎসব ২০২৫-এ পুরস্কার জিতেছে। রুনা খান অভিনীত সিনেমাটি উৎসবে ‘বেস্ট ফিচার ফিল্ম’ বিভাগের পুরস্কার অর্জন করে। সিনেমাটি পরিচালনা করেছেন তৌফিক এলাহী।
এমন অর্জনে আনন্দিত রুনা খান। প্রতিক্রিয়ায় তিনি দৈনিক রূপালী বাংলাদেশ-কে বলেন, ‘স্বীকৃতি সবসময় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। জাপানে আমার সিনেমাটি পুরস্কৃত হয়েছে শুনে ভালো লেগেছে। এই অর্জন আমার একার নয়, সবার। সবার সহযোগিতা ছিল বলেই দর্শকরা ভালো একটি কাজ উপহার পেয়েছে।’
নিউ ইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব-এ সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল। চলতি বছর এটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এও প্রদর্শিত হয়। সেখানে সিনেমাটি দর্শকদের কাছ থেকে বেশ প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। ‘নীলপদ্ম’ বর্তমানে প্রদর্শিত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ।
রুনা খানের পাশাপাশি সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, রোকেয়া প্রাচী, সুজাত শিমুল, শাহেদ আলী, একে আজাদ সেতু প্রমুখ।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন