ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫

আবারও শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার জিতলেন শিপুল সৈয়দ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ১০:৩৬ পিএম
এজেএফবি অ্যাওয়ার্ড-২০২৫-এ পুরস্কার গ্রহণ করছেন শিপুল সৈয়দ। ছবি - সংগৃহীত

এনায়েত উল্যাহ সৈয়দ, যিনি শিপুল সৈয়দ নামে পরিচিত, এজেএফবি অ্যাওয়ার্ড-২০২৫-এ শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননা পেয়েছেন। আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি)-এর ১৮ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি)-র অডিটরিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিএন বাংলার অনুষ্ঠান প্রধান তাশিক আহমেদ, প্রবীণ চিত্রনায়ক আলীরাজসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেক তারকা। আলীরাজ নাট্যাঙ্গনে অবদানের জন্য শ্রেষ্ঠ নাট্য নির্মাতার পুরস্কার গ্রহণ করেন এবং আজীবন সম্মাননাও পান। বিশেষ সম্মাননা পেয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

পুরস্কার গ্রহণ করে শিপুল সৈয়দ বলেন, ‘অভিনয় আমার ধ্যান-জ্ঞান, রক্তে মিশে গেছে। আমি অভিনয় ছাড়া কিছুই বুঝি না। এই জগৎটা আমার জীবনের বড় অংশ। আজকের এই সম্মাননা আমাকে আরও অনুপ্রাণিত করছে।’

এবারের এজেএফবি অ্যাওয়ার্ড-২০২৫-এ পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র অভিনেতা নিরব, ডিএ তায়েব, রাশেদ মামুন অপু, পূজা চেরি, আব্দুন নূর সজল, সামিরা খান মাহি, ইথুন বাবু, আসিফ আকবর, আঁখি আলমগীর, শিবা সানু, শিল্পী বেলাল খান ও গাজী রাকায়েত।

পুরস্কার বিতরণ করেন চিত্রনায়ক আলীরাজ, নিরব হোসেন, জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত আলী ও এটিএন বাংলার তাশিক আহমেদ। অনুষ্ঠানে তারকাদের উপস্থিতিতে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।