ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫

উত্তরায় সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ১১:৫৯ পিএম
কুখ্যাত সন্ত্রাসী মোহাম্মদ আলী। ছবি- রূপালী বাংলাদেশ

রাজধানীর উত্তরায় সেনাবাহিনীর গোপন অভিযানে কুখ্যাত সন্ত্রাসী মো. আলীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোররাতে উত্তরা সেক্টর-৮–এর বাইদা বস্তি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মো. আলী দীর্ঘদিন ধরে স্থানীয় সন্ত্রাসী চক্রের সঙ্গে জড়িত এবং আলোচিত অপরাধী আলতাফের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ১২টি মামলা রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরা আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে রাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত পুরো এলাকা ঘিরে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মো. আলীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়।

সেনাবাহিনীর একাধিক কর্মকর্তা জানান, দেশের মানুষের জান-মাল রক্ষায় এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। পেশাদারিত্ব ও নিরপেক্ষতার ভিত্তিতে সেনাবাহিনী সন্ত্রাস দমনে অঙ্গীকারবদ্ধ বলেও তারা উল্লেখ করেন।