ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫

সেতু কর্তৃপক্ষের পাঁচ পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৬:৩০ পিএম
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সাইনবোর্ড। ছবি- সংগৃহীত

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত ৯ম ও ১০ম গ্রেডভুক্ত পাঁচটি পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। চলতি জুলাই মাসেই রাজধানী ঢাকায় দুটি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ জুলাই (শনিবার) সকাল ১০টায় রাজধানীর ইডেন মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এবং অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের লিখিত পরীক্ষা।

এ ছাড়া ১৮ জুলাই (শুক্রবার) সকাল ১০টায় তেজগাঁওয়ের সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এস্টিমেটর/সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদের লিখিত পরীক্ষা।

সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। 

তিনি লিখিত পরীক্ষাগুলো স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও অংশগ্রহণমূলক করতে যথাযথ আসনবিন্যাসসহ যাবতীয় ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।

পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত সময়সূচি ও কেন্দ্রসংক্রান্ত তথ্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটে (www.bba.gov.bd) প্রকাশ করা হয়েছে। আবেদনকারীদের মোবাইলে এসএমএস-এর মাধ্যমেও পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে।

পরীক্ষার্থীদের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ই-রিক্রুটমেন্ট সিস্টেম থেকে নতুনভাবে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। 

প্রবেশপত্রে উল্লিখিত সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।