ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫

পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে টালবাহানার কিছু নেই: পররাষ্ট্র উপদেষ্টা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৮:৪১ পিএম
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি- সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে টালবাহানার কিছু নেই। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই এর সমাধানের চেষ্টা করছে বাংলাদেশ।’

বৃহস্পতিবার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে বুধবার কুড়িগ্রামে পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো টালবাহানা এনসিপি মেনে নেবে না। বাস্তবসম্মত উপায়ে তিস্তা মহাপরিকল্পনা করতে হবে।

এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেখুন, যদি বলে থাকে টালবাহানা মেনে নেওয়া হবে না, এখানে টালবাহানার কিছু নেই। আমরা চেষ্টা করছি, ভারত থেকে আমরা এ ব্যাপারে গত ১৫-২০ এমনকি ৩০ বছরেও পজিটিভ কিছু পাইনি। বহু আগে একবার পজিটিভ মতামত এসেছিল। তখন আমরা গ্রহণ করিনি। এ পর্যায়ে আছে এখন।’

তিনি বলেন, ‘কাজেই এটা নিয়ে টালবাহানা করার কোনো কারণ নেই। দ্বিপাক্ষিকভাবে সমাধান করতে হবে। আমরা চেষ্টা করছি। কতটুকু সফল হই সেটা দেখা যাবে।’

শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে তৌহিদ হোসেন বলেন, ‘আক্ষেপ তো একটা নোটেড টার্ম। কার কতটুকু আক্ষেপ আমি জানি না। আমি এটাকে দেখি এভাবে, আমরা ফেরত আনার জন্য চিঠি দিয়েছি, প্রয়োজনে সেটা ফলোআপ করা হবে। এইটুকুই।’

সংস্কার নিয়ে হ্যাপি হওয়া উচিত নয় মন্তব্য করে উপদেষ্টা বলেন, ‘সংস্কার নিয়ে কখনো হ্যাপি হওয়া উচিত নয়। কেননা হ্যাপি হলে আর কিছু করার নেই। আমরা চেষ্টা করছি এটাকে (পররাষ্ট্র মন্ত্রণালয়) যতটুকু জনবান্ধব করা যায়।’