ঢাকা বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

‘বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক’ ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও আর নেই

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০১:০৪ পিএম
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বিচারক ও সোশ্যাল মিডিয়া তারকা ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বিচারক ও সোশ্যাল মিডিয়া তারকা ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও আর নেই। অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। তার বয়স হয়েছিল ৮৮ বছর। পরিবারের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও’র অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার মৃত্যুসংবাদ জানিয়ে বলা হয়, তিনি মানুষের প্রতি ‘অটল বিশ্বাস’ রেখে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তার ছেলে ডেভিড ক্যাপ্রিও ভক্তদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে বাবার স্মরণে সবাইকে ‘বিনয়ী আচরণ’ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

আদালতে সহানুভূতি ও রসিকতার জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন ক্যাপ্রিও। তার পরিচালিত জনপ্রিয় অনুষ্ঠান ‘কট ইন প্রভিডেন্স’-এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিলিয়ন ভিউ অর্জন করেছে, যা তাকে ‘বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক’ হিসেবে জনপ্রিয় করে তোলে।

ইনস্টাগ্রামের বিবৃতিতে বলা হয়, বিচারক ক্যাপ্রিও’র অনুপ্রেরণায় ‘অসংখ্য মানবিক কর্মকাণ্ড’ হয়েছে।

রোড আইল্যান্ডের প্রভিডেন্স শহরে হাজার হাজার মামলার বিচার শেষে ক্যাপ্রিও টেলিভিশন ক্যারিয়ারে প্রবেশ করেন। অনুষ্ঠানটির প্রযোজনা প্রতিষ্ঠান ডেবমার-মারকিউরি তাকে শ্রদ্ধা জানিয়ে বলেছে, ‘তিনি ছিলেন সহানুভূতির এক অনন্য প্রতীক এবং সাধারণ বুদ্ধিবৃত্তিক দৃষ্টিভঙ্গির বিচারক।’

কট ইন প্রভিডেন্স তিনবার ডে-টাইম এমির জন্য মনোনীত হয় এবং গত বছর ক্যাপ্রিও নিজেও দুবার ব্যক্তিগত মনোনয়ন পান।

২০১৯ সালে এক সাক্ষাৎকারে ক্যাপ্রিও বলেন, ‘তার আদালতের কার্যক্রম রোড আইল্যান্ডের জীবনের একটি প্রতিচ্ছবি তুলে ধরে, যা সারা যুক্তরাষ্ট্রের মানুষের অভিজ্ঞতার প্রতিফলন।’

২০২৩ সালে অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হওয়ার পর ক্যাপ্রিও বলেন, যতটা সম্ভব তিনি লড়াই চালিয়ে যাবেন এবং ভক্তদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।