আবারও আলোচনায় মডেল রিয়া মনি ও তার স্বামী হিরো আলম। একসময় আত্মহত্যার চেষ্টার পর হিরো আলমের পাশে দাঁড়ানো রিয়া এবার ডিভোর্সের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিয়া মনি বলেন, হিরো আলম আমাকে দেওয়া প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। সে আত্মহত্যার নাটক করেছে, আমি তার পাশে দাঁড়ালাম, কিন্তু দেখলাম সে আগের মতোই আছে। একবার মিথিলার কাছে যায়, একবার ইতির কাছে যায়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি-হিরো আলমকে ডিভোর্স দেব।
এই বক্তব্যের আগে হিরো আলম সামাজিক মাধ্যমে একাধিক ভিডিও ও ছবি প্রকাশ করেন, যাতে দাবি করা হয়- রিয়া মনি কক্সবাজারে মডেল ম্যাক্স অভির সঙ্গে একটি হোটেল রুমে অবস্থান করছেন। বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয় অনলাইন জগতে।
রিয়া মনি কক্সবাজারে অবস্থানের সত্যতা স্বীকার করে বলেন, হ্যাঁ, আমরা কক্সবাজারে। আমি ও অভি একটা কাজে এখানে এসেছি। তবে ঢাকায় ফিরে হিরো আলমকে ডিভোর্স দেব। কারণ সে আমাকে দেওয়া কথা রাখেনি।
রিয়া অভিযোগ করেন, কিছুদিন আগে হিরো আলম বগুড়া যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে ইতির সঙ্গে দেখা করে পরে তাকে নিয়ে বগুড়া গিয়েছিলেন।
তিনি বলেন, সে সেজেগুজে বাসা থেকে বের হয়, বলে বগুড়া যাবে। কিন্তু যায় ইতির কাছে। এটা কি কেউ মেনে নেবে?
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে রিয়া মনি বলেন, ডিভোর্সের পর হাতে তিন মাস সময় থাকবে। এই তিন মাসে অভিকে আমি বুঝে দেখব। যদি মনে হয় তার সঙ্গে থাকা যায়, তাহলে আমি অভিকে বিয়ে করব।
উল্লেখ্য, হিরো আলম ও রিয়া মনির মধ্যে দাম্পত্য কলহ আগেও প্রকাশ্যে এসেছে। হিরো আলমের বাবার মৃত্যুর পর থেকে তাদের মধ্যে দূরত্ব বাড়ে। এক পর্যায়ে হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেন বলেও খবর আসে, তখন রিয়া ফের তার পাশে দাঁড়ান।
তবে সাম্প্রতিক ঘটনার পর তাদের সম্পর্ক যে আবার ভাঙনের মুখে, তা স্পষ্ট হয়ে উঠেছে উভয়ের বক্তব্যে।