ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি সম্প্রতি তার ছেলের জন্মদিনের একটি ব্যক্তিগত অনুষ্ঠান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
১০ আগস্ট তার ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর তৃতীয় জন্মদিন উদযাপনের পর থেকেই বিভিন্ন সামাজিক মাধ্যমে সেই অনুষ্ঠানের ফুটেজ এবং ভিডিও ছড়িয়ে পড়ছে।
এতে ক্ষিপ্ত হয়ে পরীমণি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন, যেখানে তিনি ব্যক্তিগত মুহূর্তগুলোকে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করার জন্য অতিথিদের সমালোচনা করেছেন।
পরীমণি তার পোস্টে লিখেছেন, ‘আমার সব রকম আনন্দে যাদের আমি কাছে চাইছি কিন্তু তারা প্রত্যেকেই প্রমাণ করছে তারা আমার জীবনে মলমুত্র মাত্র। খেয়াল করে দেখবেন, গত ১০ তারিখ থেকে ব্যক্তিগত কারণে আমি ফেসবুকে অ্যাকটিভ নই।
আজ ফেসবুকে ঢুকতেই দেখি আবার কতগুলো চিড়িয়া আমার জীবনের আনন্দ নিয়ে টানাটানি করা শুরু করেছে। আমার বাচ্চাদের নিয়ে ১০ তারিখ একটা ইভেন্ট ছিল আমার একান্ত নিজস্ব কাছের মানুষদের নিয়ে যেটা করতে চেয়েছিলাম।
কিন্তু কিছু উল্লুক বেহায়ার মতো আমার ইভেন্টে এসে রিলস আর ব্যবসায়িক ভ্লগে সামাজিক মাধ্যম ভরে ফেলছে! যেখানে আমি এখন পর্যন্ত একটা ছবিও পোস্ট করিনি।
এমনকি আমার পরিবারের এবং সত্যি যাদের কাছে পরিবারের মানুষের গুরুত্ব আছে তারা কিন্তু কেউ এ রকম করে নাই।’
কন্টেন্ট ব্যবসা নিয়ে পরীমণির ক্ষোভ
এর আগেও পরীমণি তার সন্তানদের নিয়ে কন্টেন্ট ব্যবসা বন্ধ করার অনুরোধ জানিয়েছিলেন। গত মাসে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে, তার সন্তানেরা কোনো ব্যবসায়িক উপাদান নয়।
কিন্তু নিজের ব্যক্তিগত অনুষ্ঠানেও এই ধরনের কর্মকাণ্ড দেখে তিনি তার ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারেননি। তার পোস্টে তিনি লেখেন, ‘তোমরা ভিখারির মতো মাসভরে কিছু ডলার কামাও।’
তিনি আরও বলেন, ‘এই ধরনের মানুষ বা কনটেন্ট ক্রিয়েটর যদি সামনে পরে তাহলে তিন মিনিট থাপড়িয়ে দেব।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন