জয়া আহসানের আলোচিত সিনেমা ‘ডিয়ার মা’ নিয়ে উত্তর আমেরিকায় চলছে দারুণ উন্মাদনা। যুক্তরাষ্ট্র ও কানাডায় ছবিটির প্রথম প্রদর্শনী শেষ হয়েছে গত বৃহস্পতিবার, আর তাতেই যেন শুরু হয়েছে নতুন এক জোয়ার। অনিরুদ্ধ রায় চৌধুরীর সযত্ন নির্মাণে ছবিটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে, এমনটাই মনে করছেন আয়োজকরা।
 
ছবিটি দেখার জন্য নানা শহর থেকে আবেদন আর আকুতি জমা পড়ছে। সেই কারণেই ‘ডিয়ার মা’র শো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আয়োজক সংস্থা বায়োস্কোপ ফিল্মস। আগামী সপ্তাহ থেকেই আরও কয়েকটি শহরে পর্দায় উঠবে সিনেমাটি। আয়োজকদের ভাষায়, ‘বোস্টন, হার্টফোর্ড, নর্থ ক্যারোলাইনা, স্যান ডিয়েগো, স্যাক্রিমেন্টো, সিয়্যাটল, পোর্টল্যান্ড—সব জায়গায় আমরা আসছি, প্রস্তুত থাকুন।’
প্রবাসী বাংলাদেশিদের জন্য এই আয়োজন যেন হয়ে উঠেছে উৎসব। আয়োজকরা আহ্বান জানিয়েছেন সবাইকে জানাতে, পরিবার-পরিজন নিয়ে হলে গিয়ে সিনেমাটি উপভোগ করতে। তাদের বিশ্বাস, এ বছরের সবচেয়ে আলোচিত ছবির তালিকায় শীর্ষে জায়গা করে নেবে ‘ডিয়ার মা’।
 
জয়া আহসান, সাস্বতা চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যালসহ অভিনয়শিল্পীদের পারফরম্যান্স নিয়েও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে প্রশংসার ঝড়। ছবির সঙ্গে যুক্ত নওশাবা রুবনা রশিদ এবং রাজ হামিদ জানালেন, ‘বাংলা ছবির পাশে থাকুন, ভালোবাসা দিন, ভালোবাসা নিন—এই ছবিই আপনাদের মুগ্ধ করবে।’
এদিকে সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনা, জয়ার ‘ডিয়ার মা’ই নাকি এ বছরের সবচেয়ে ‘দাগ কাটার মতো’ সিনেমা হয়ে উঠতে যাচ্ছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                            -20250905162745-(2)-20250919184044-20250926173705-20251010164039-20251011171436-(1)-20251017163112-(1)-20251031181224.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন