নব্বই দশকের ঢাকাকে ঘিরে নির্মিত হতে যাচ্ছে নতুন ছবি ‘প্রিন্স’। আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে কাজ শুরু করছে নির্মাতারা।
অ্যাকশন, রোমান্স, আবেগ আর পারিবারিক টানাপোড়েনের মিলে ‘প্রিন্স’ ছবিটি তৈরি করা হবে। যেখানে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। দেশে ফিরে তিনি প্রথমে ‘সোলজার’ নামে একটি ছবির শুটিং শুরু করবেন। এরপরেই ‘প্রিন্স’ নিয়ে কাজ শুরু করবেন শাকিব।
তবে ছবির নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শোনা যাচ্ছে, নাজিফা তুষির সঙ্গে প্রাথমিকভাবে কথা হলেও তা চূড়ান্ত হয়নি।
অন্যদিকে, আরেকটি সূত্র বলছে, কলকাতার অভিনেত্রী ইধিকা পালকেই নেওয়া হচ্ছে এই ছবির নায়িকা হিসেবে।
বিষয়টি নিয়ে ইধিকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও পরিষ্কার করে কিছু বলেননি।
তবে তিনি জানান, আমি তো বাংলাদেশের প্রিয়তমা। তারা আমার প্রথম ছবিতে যে ভালোবাসা দিয়েছেন তা ভোলবার নয়। আমি তো সবসময়ই চাই বাংলাদেশের ছবিতে কাজ করতে। শাকিব খানের মতো বড় মেঘা স্টারের সঙ্গে কাজ করতে।’
ঢাকাই ছবির দর্শকের কাছে ইধিকার পরিচিতি আসে শাকিব খানের সঙ্গেই। ২০২৩ সালের সুপারহিট ছবি ‘প্রিয়তমা’ দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক। এরপর চলতি বছরের রোজার ঈদে ‘বরবাদ’ ছবিতে আবারও শাকিব-ইধিকা জুটি সাফল্য পায়।
‘প্রিন্স’- এর গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। চিত্রনাট্য করেছেন যৌথভাবে সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। পরিচালনায় থাকছেন আবু হায়াত মাহমুদ। অক্টোবর থেকে শুটিং শুরুর কথা থাকলেও সংশ্লিষ্টরা জানাচ্ছেন, শুটিং এক মাস পিছিয়ে নভেম্বর থেকে শুরু হতে পারে। সব কিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাবে।