১৫টি হলে মুক্তি পেল চলচ্চিত্র ‘গোয়ার’। রকিবুল আলম পরিচালিত ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাসেল মিয়া, তার বিপরীতে আছেন জলি।
মুক্তিপ্রাপ্ত সিনেমা হলগুলোর তালিকা: সৈনিক ক্লাব সিনেমা, বনানী; আনন্দ সিনেমা, ঢাকা ফার্মগেট; আজাদ সিনেমা, ঢাকা কোর্ট কাচারি; বিজিবি অডিটোরিয়াম, ঢাকা পিলখানা; নিউ গুলশান সিনেমা, ঢাকা জিঞ্জিরা; নিউ মেট্রো সিনেমা, নারায়ণগঞ্জ; চাঁদ মহল সিনেমা, কাঁচপুর; স্বপ্নীল সিনেমা (সিনেপ্লেক্স), কুষ্টিয়া; মডার্ন সিনেমা, দিনাজপুর; তামান্না সিনেমা, সৈয়দপুর; বনলতা সিনেমা, ফরিদপুর; অভিরুচি সিনেমা, বরিশাল; মাধবী সিনেমা; মধুপুর মিলন সিনেমা, মাদারীপুর; রাজ সিনেমা, কুলিয়ারচর কিশোরগঞ্জ।
ছবির গল্প প্রসঙ্গে রাসেল মিয়া বলেন, ‘ছবিতে আমি একজন সাইকোপ্যাথ। এটি গণমানুষের ছবি। গুলশানের নিঃসঙ্গ মানুষ থেকে শুরু করে গুলিস্তানের সাধারণ পথচারী, পোশাককর্মী, রিকশাচালকসহ সবার গল্পই কোনো না কোনোভাবে এই ছবিতে স্থান পেয়েছে। ছবিতে ধর্ষণের শিকার এক নিরীহ নারীর ন্যায়বিচার পাওয়ার সংগ্রামও উঠে এসেছে।’
রাসেল মিয়া আরও বলেন, ‘দ্বিতীয় সপ্তাহ থেকে আমাদের সিনেমা হলের সংখ্যা বেড়ে ছবিটি ব্যাপকভাবে দর্শক মহলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।’
ছবি মুক্তি উপলক্ষে এফডিসির প্রধান ফটকের পাশে রাসেল মিয়াকে রান্না করতে দেখা গেছে। টানা ১০ দিন ভারসাম্যহীন ও বয়স্ক রিকশাচালকদের মধ্যে বিতরণ করা হয় সেই খাবার। ভ্যানগাড়ি চালিয়েও নায়ককে ছবির প্রচার চালাতে দেখা যায়। সিনেমার পোস্টারে সুসজ্জিত ভ্যান, সামনে মাইক-ব্যতিক্রম এই দৃশ্য ফেসবুকে ছড়িয়ে পড়ে। ‘গোয়ার’ প্রযোজনা করেছেন হেলেনা জাহাঙ্গীর।
এই ছবিতে রাসেল মিয়া ও জলি ছাড়াও আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, হেলেনা জাহাঙ্গীর, বদ্দা মিঠু, মনজুর আলম, ডেঞ্জার নাসিম, জামাল পাটোয়ারীসহ আরও অনেকে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন