ঢাকার বাইরে একটি নিরিবিলি লোকেশনে চলছিল অ্যাকশনধর্মী সিনেমা ‘মালিক’-এর শুটিং। পরিকল্পনা অনুযায়ী একটি আগুনের দৃশ্য ধারণ করতে গিয়েই দুর্ঘটনায় দগ্ধ হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ।
ইউনিট সূত্রে জানা যায়, দৃশ্যটির জন্য তাঁর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত শিখা ব্যবহার করার কথা ছিল। কিন্তু ক্যামেরা চালুর কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং মুহূর্তের মধ্যেই তাঁর পায়ে আগুন ধরে যায়।
প্রথমে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন শুভ। কিন্তু তীব্র তাপে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। সঙ্গে সঙ্গে ইউনিটের সদস্যরা দৌড়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। আগুন নেভানো গেলেও তাঁর পায়ে দগ্ধ চিহ্ন তৈরি হয়, যা দেখে ইউনিট সদস্যরা শুটিং বন্ধ করার পরামর্শ দেন।
তবে দৃঢ় মনোবল দেখান শুভ। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। সূত্র জানায়, পায়ের ব্যথা সত্ত্বেও তিনি নিয়মিতভাবে শুটিং চালিয়ে যাচ্ছেন যাতে নির্ধারিত সময়ে কাজ শেষ করা যায়।
ঈদুল ফিতরে মুক্তির জন্য প্রস্তুতি চলছে ‘মালিক’-এর, যেখানে শুভর বিপরীতে আছেন বিদ্যা সিনহা মিম। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন