বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসা গুরুতর অসুস্থ। এক সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেগম জেবুন নেসা বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছেন। তার বয়স প্রায় ৮২ বছর। শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ২৪ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ খবরে একজন চিকিৎসক জানান, বেগম জেবুন নেসার শারীরিক অবস্থার কারণে তাকে বিশেষ মনিটরিংয়ে রাখা হয়েছে এবং সিসিইউতে তার স্বাস্থ্য পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করা হচ্ছে। হাসপাতালের চিকিৎসকরা জানান, বার্ধক্যজনিত রোগ এবং অন্যান্য জটিলতা মিলিত হওয়ায় তার স্বাভাবিক পরিচর্যার চেয়ে বেশি নজরদারি প্রয়োজন।
এর আগে ২৩ নভেম্বর রাতের দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ডা. জাহিদ হোসেন এই হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা সমন্বয় করছেন। পরের দিন একই হাসপাতালে নিজের মাকে ভর্তি করেছেন।
এভাবে একসঙ্গে দুইজন প্রিয়জন—দলীয় প্রধান খালেদা জিয়া ও মা—দুইজনেই সিসিইউতে চিকিৎসকের নিবিড় পরিচর্যায় রয়েছেন। এ জেড এম জাহিদ হোসেন সংবাদমাধ্যমকে জানান, এই সংকটকালে তিনি সকলের দোয়া কামনা করছেন। তিনি বলেন, ‘দুই জনই আমাদের পরিবারের প্রিয়জন। তাদের দ্রুত সুস্থতা কামনা করি। দোয়া করুন যেন তারা শীঘ্রই সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন।’
উল্লেখ্য, বেগম জেবুন নেসার পরিবারের সদস্যরা হাসপাতালের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছেন এবং চিকিৎসকরা নিয়মিতভাবে তার স্বাস্থ্য পরিস্থিতি পরিবারের সঙ্গে শেয়ার করছেন। হাসপাতালে থাকাকালীন তাকে সর্বোচ্চ সেবা এবং নজরদারি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন