রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ জানিয়েছেন, আজ (বৃহস্পতিবার) মধ্যরাতেই কাতার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নেওয়া হবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ডা. জাহিদ।
এর আগে একটি প্রতিবেদনে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। তিনি ঢাকায় পৌঁছানোর পর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তার সঙ্গে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নেবেন।
এদিকে বৃহস্পতিবার কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে তারা এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহে প্রস্তুত।
বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে দলে ও পরিবারের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। লন্ডনে নেওয়া গেলে উন্নত চিকিৎসার সুযোগ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন