অবশেষে দুটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। দল দুটি হলো, তারেক রহমানের নেতৃত্বাধীন আমজনতার দল এবং জনতার দল। দীর্ঘদিনের অনুসন্ধান ও যাচাই-বাছাই শেষে ইসি জানিয়েছে, দল দুটি নিবন্ধনের প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে।
বুধবার (৩ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, পুনরায় তদন্তে দেখা গেছে, জেলা ও উপজেলা পর্যায়ে দল দুটির কার্যকর কার্যালয় রয়েছে এবং সাংগঠনিক কার্যক্রমও সচল।
ইসি সূত্র আরও জানায়, দল দুটির বিরুদ্ধে কোনো আপত্তি আছে কি না তা যাচাই করতে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হবে। কমিশনের অনুমোদন সাপেক্ষে শুক্রবার এই বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, এর আগে আরও দুটি দল এনসিপি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) নিবন্ধন পেয়েছিল। নিবন্ধনের দাবিতে ইসির সামনে টানা ১৩৪ ঘণ্টা অনশন করে আলোচনায় আসেন আমজনতার দলের নেতা তারেক রহমান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন