ঢাকা শনিবার, ০৫ জুলাই, ২০২৫

পাঁচ বছরের মধ্যেই মা হতে চান তিশা!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০২:৩৩ পিএম
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। ছবি- সংগৃহীত

তানজিন তিশা। ছোটপর্দার আলোচিত-সমালোচিত ও বিতর্কিত অভিনেত্রী। মাঝে মধ্যেই বেফাঁস মন্তব্য করে খবরের শিরোনামে আসেন তিনি। এবার পাঁচ বছরের মধ্যে মা হতে চাওয়ার কথা বলে আলোচনায় তিশা।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখানেই তিনি মুখোমুখি হয়েছিলেন চিত্রনায়ক জায়েদ খানের। নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা গণমাধ্যম ঠিকানার নতুন টকশো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি হয়েছিলেন তিশা।

সেখানেই অভিনেত্রী জানান, নিজের জীবনের গুরুত্বপূর্ণ কিছু পরিকল্পনার কথা। বলেন, তিনি পাঁচ বছরের মধ্যে কী কী করতে চান।

উপস্থাপকের প্রশ্ন, ‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’ উত্তরে তিশা বলেন, ‘আই উইল বি অ্যা মাদার। এর মধ্যে আমি বিয়ে করব। মা হব। এভাবে হয়তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পার্সোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’

অনুষ্ঠানটির উপস্থাপন করেন জায়েদ খান নিজেই। গতকাল শুক্রবার রাত ৮টায় প্রচারিত হয় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ ঘটে চিত্রনায়ক জায়েদ খানের।

তিশা আরও বলেন, ‘দেখুন এভাবে হয়তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’