ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

বিচ্ছেদের পর কঠিন সময় পার করেছি: মিথিলা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৬:৫২ পিএম
জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। ছবি - সংগৃহীত

বিচ্ছেদের পর তার জীবনে কঠিন সময় কেটেছে বলে জানালেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। সম্প্রতি এক পডকাস্টে নিজের ব্যক্তিজীবনের নানা অধ্যায় নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। ছবি - সংগৃহীত

মিথিলা জানান, তাহসান খানের সঙ্গে বিচ্ছেদ তার জীবনের সহজ কোনো অধ্যায় ছিল না। তিনি বলেন, ‘যেকোনো বিচ্ছেদ সহজ নয়, খুবই কঠিন। তখন আমি খুবই ইয়াং, ইয়াং মাদার, সঙ্গে এক বছরের বাচ্চা। আমি যে ভালোমন্দ বিচার করব, কোনো সিদ্ধান্ত নেব, তখন আমারও এটা নিয়ে ভাবার কোনো শক্তি ছিল না।’

আইরার সঙ্গে মিথিলা।ছবি - সংগৃহীত

তিনি যোগ করেন, ‘আমি জীবনটা এক রকম ভেবে এসেছি, তখন দেখি হঠাৎ করে জীবনটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে। আমি আমার শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে থেকেছি, যাকে আমার ভবিষ্যৎ মনে করেছি, পরে বুঝলাম সেই জায়গাটা আমার ভবিষ্যৎ না।’

আইরার সঙ্গে মিথিলা। ছবি - সংগৃহীত

আরও বলেন, ‘মাতৃত্ব সহজ কিছু নয়, আর তার সঙ্গে ফুলটাইম চাকরি সামলানো। আমি ব্লেসড যে, আমি যেখানে কাজ করেছি, সেখানে ডে কেয়ার ছিল। একটা ব্রেস্ট ফিডিং বাচ্চাকে নিয়ে কাজ ব্যালেন্স করা, সেই সঙ্গে যখন এমন একটি ঘটনা ঘটে, যেটি জীবনের বড় একটি ঘটনা, যেখানে এমন একটি সিদ্ধান্ত নিতে হচ্ছে, আমি ও আমার পার্টনার একসঙ্গে থাকব না—এটা ছিল খুবই কমপ্লিকেটেড।’

মিথিলা জানান, ‘যখন আমার বিচ্ছেদ ঘটে, তখন আইরার বয়স এক-দেড় বছর। মানে ও খুব ছোট ছিল। তখন আমাদের পাব্লিসিটি, সমাজ, ফ্যামিলি সবকিছু মিলিয়ে কীভাবে হ্যান্ডেল করব সেটাই চ্যালেঞ্জিং ছিল। তখন আমাকে ভাবতে হতো, এখন আমাকে এই বাচ্চাকে একা মানুষ করতে হবে, যেটা ছিল একটা কঠিন সময়।’

অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। ছবি - সংগৃহীত

তবে এ সময় তিনি একেবারে একা ছিলেন না বলেও জানান মিথিলা। তার ভাষায়, ‘আমার মেয়ে বড় হয়েছে এমন জায়গায় যেখানে আমার মা-বাবা, ভাই-বোন সবাই রয়েছে একটি জয়েন্ট ফ্যামিলিতে। আর ওর বাবার সাথেও ওর খুব ভালো সম্পর্ক রয়েছে।’