নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম! অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর স্ত্রী জনপ্রিয় এই অভিনেত্রীর নামে একটি ছবি ছড়িয়ে পড়ে এমনভাবে, যেন সেটাই তার সাম্প্রতিকতম ক্লিক। মুহূর্তেই ভাইরাল ছবিটি নিয়ে উঠল তুমুল আলোচনা। তবে খোঁজ নিয়ে জানা গেল, আসল রহস্য অন্য জায়গায়।
আসলে ছবিটি তিশার নয়, বরং তার সাম্প্রতিক এক ফটোশুট থেকে নেওয়া একটি ছবিকে ডিজিটাল হাতসাজিতে রূপ দেওয়া হয়েছে নতুন করে। বসার ভঙ্গি থেকে শুরু করে কানের দুল কিংবা চারপাশের পরিবেশ সবকিছুতে মিল থাকলেও ছবিটি আসলে সম্পাদিত। আর এই সম্পাদনার কারণেই তৈরি হলো ‘ভাইরাল বোমা’।
তার ভেরিফায়েড ফেসবুক পেজে নজর দিলেই মিলে যায় প্রমাণ। সেখানে ৩১ মে পোস্ট করা ছবিগুলোর সঙ্গে ভাইরাল ছবিটির এতটাই মিল যে সন্দেহ করার জায়গাই নেই, এটি প্রযুক্তির কারসাজি। শুধু ফেসবুক নয়, ইনস্টাগ্রামেও মেলে একই ফটো অ্যালবামের অস্তিত্ব। অর্থাৎ, পুরো ঘটনাটাই নিছক এক ‘ডিজিটাল ম্যাজিক’।

ভাইরাল হওয়া মানেই যে সব সত্যি নয়, তিশাকে ঘিরে এই ঘটনাই যেন নতুন করে মনে করিয়ে দিল। সোশ্যাল মিডিয়ার এই খেলায় নাম জড়িয়ে গেলো অভিনেত্রীর, তবে আসলেই তিনি নন, এ যেন ‘গুজবের চাদর গায়ে চাপানো এক ভুয়া ফ্রেম’।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন