একসময় সামাজিক যোগাযোগমাধ্যমে ঝলমল করত শবনম ফারিয়ার উপস্থিতি। নতুন কাজের খবরে নীরবতা থাকলেও ভক্তদের সঙ্গে মিষ্টি কথোপকথন, বিজ্ঞাপনের টুকরো ছবি কিংবা দেশ, সমাজ আর ব্যক্তিগত জীবন নিয়ে তার খোলামেলা ভাবনা-সবকিছু নিয়েই সরব থাকতেন জনপ্রিয় এই অভিনেত্রী। কিন্তু হঠাৎ করেই যেন থমকে গেল সেই চেনা ছন্দ।
হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না ফারিয়ার ফেসবুক অ্যাকাউন্ট। আর এতেই শুরু হইয়ে গেল নানা গুঞ্জন। তবে কি হ্যাক হলো তার অ্যাকাউন্ট? প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী নিজেই।
জানা গেল, ফেসবুক একাউন্ট ডিঅ্যাক্টিভ করে রেখেছেন শবনম ফারিয়া। ভুয়া সাংবাদিকতা আর নিম্নরুচির পোস্টে ট্যাগ হওয়া থেকে মুক্তি পেতেই সামাজিক মাধ্যম থেকে সাময়িক স্বেচ্ছানির্বাসন নিয়েছেন তিনি। তবে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের হতাশ হওয়ার কিছু নেই। কারণ এই দূরত্ব চিরস্থায়ী নয়, কেবল অল্প সময়ের জন্য।
এ প্রসঙ্গে শবনম ফারিয়া দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘ফেসবুক থেকে ১ সপ্তাহের বিরতি নিয়েছি। কারণ, কিছু উল্টাপাল্টা পোর্টাল আজেবাজে নিউজ করে তা আবার কিছু মানুষ আমাকে ট্যাগ করে। বলতে পারেন, এসবে বিরক্ত আমি। তাই ফেসবুক থেকে ১ সপ্তাহের বিরতির সিদ্ধান্ত নিয়েছি। এক সপ্তাহ পরে আবার ফেসবুকে সরব হবো।’
গসিপের আড্ডায় কানাঘুষা, এ কি তবে নতুন কোনো নাটক বা প্রজেক্টের সুচতুর প্রচারণা? নাকি সত্যিই মানসিক শান্তির খোঁজে এই ‘ডিজিটাল ছুটি’? শোবিজ অঙ্গনের কেউ কেউ বলছেন, তারকাদের নিয়ে হুটহাট ভুয়া খবর রটানো এখন নিত্যনৈমিত্তিক। এখন অপেক্ষা, এক সপ্তাহ পর ফারিয়ার প্রত্যাবর্তন কি নিয়ে আসে নতুন কোনো চমক?