ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫

ইতিহাস গড়া মেয়েদের সংবর্ধনা রাত আড়াইটায়!

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০২:২১ এএম
ছবি- সংগৃহীত

র‍্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা মিয়ানমার ও বাহরাইনকে হারিয়ে আগামী বছরের এশিয়া কাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশের নারী ফুটবল দল। প্রথমবারের মতো এশিয়া কাপে জায়গা করে নেওয়ার এই ঐতিহাসিক অর্জন উদ্‌যাপন করেছেন মেয়েরা বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে।

তবে মাঠের উদ্‌যাপন শেষে মাঠের বাইরেও ইতিহাসগড়া এই দলকে সংবর্ধনা তো দিতেই হয়! বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সেটি দিচ্ছেও, তবে যেভাবে দিচ্ছে তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মিয়ানমার থেকে মধ্যরাতে দেশে ফিরবে নারী দল, আর রাত ২টা ৩০ মিনিটে রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে সংবর্ধনা দেওয়া হবে এই চ্যাম্পিয়নদের।

রাত আড়াইটায় সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে ফুটবলপাড়ায়। কারণ, এতো গভীর রাতে সাধারণ ফুটবলপ্রেমী কয়জনই-বা উপস্থিত থাকতে পারবেন! এর আগে টানা দুইবার সাফ জয়ের পর ছাদখোলা বাসে সংবর্ধনা পেয়েছিলেন নারীরা, আর এবার প্রথমবারের মতো এশিয়া কাপে জায়গা নিশ্চিত করার পর মিলছে মধ্যরাতের সংবর্ধনা!

কেন এমন তড়িঘড়ি আয়োজন? বাফুফে সূত্রে জানা গেছে, দলের দুই তারকা ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা সোমবার সকালেই ভুটানে লিগ খেলতে রওনা দেবেন। এছাড়া আরও তিন নারী ফুটবলার দু-তিন দিনের মধ্যে যাবেন ভুটানে। পুরো দলকে একসঙ্গে পাওয়া সম্ভব হবে না বলেই মধ্যরাতেই সংবর্ধনার আয়োজন।

ইতিহাস গড়া বাছাইপর্ব শেষে বাংলাদেশ দল রবিবার সন্ধ্যা ৭টায় মিয়ানমার থেকে রওনা দিয়েছে। থাইল্যান্ডে যাত্রাবিরতির পর তাদের ঢাকায় পৌঁছানোর কথা রাত ১২টার দিকে। আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর থেকে সরাসরি হাতিরঝিল নিয়ে যাওয়া হবে দলকে।

তবে বিতর্ক শুধু সময় নিয়েই নয়। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফে মেয়েদের ১ কোটি ৫০ লাখ টাকার বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছিল। সাত মাস পার হলেও এখনো সেই বোনাস হাতে পাননি নারী ফুটবলাররা। এবার এশিয়া কাপে জায়গা করে নেওয়ার পরও এখনো কোনো বোনাস ঘোষণা আসেনি।

ফুটবলপ্রেমীদের অনেকেই বলছেন, কেবল আনুষ্ঠানিকতা নয়, মেয়েদের এই ঐতিহাসিক অর্জনের যথাযথ সম্মান ও স্বীকৃতি নিশ্চিত করা উচিত।