মিয়ানমার সময় বিকেল আজ ৫টায় ঢাকার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ নারী ফুটবল দল। সকাল থেকে দুপুর পর্যন্ত কিছুটা অবসর পাওয়ায় বাংলাদেশের কন্টিনজেন্ট ইয়াঙ্গুনের বিখ্যাত প্যাগোডা পরিদর্শন করেন। এবং মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবনে উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করেন।
মিয়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বীর সংখ্যা বেশি হওয়ায় ইয়াঙ্গুনে বেশ কিছু প্রাচীন ও প্রসিদ্ধ প্যাগোডা রয়েছে, যা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে কয়েকজন বৌদ্ধ ধর্মাবলম্বী থাকায় তারা প্যাগোডায় বিশেষ প্রার্থনা করেন। এই পরিদর্শন দলের সদস্যদের ভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়।
প্যাগোডা পরিদর্শন শেষে বাংলাদেশ দল মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেনের বাসভবনে আতিথ্য গ্রহণ করে।
গতকাল ম্যাচের পরপরই আজ দুপুরে রাষ্ট্রদূতের বাসভবনে দলের সবাইকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানানো হয়। পুরো কন্টিনজেন্ট আন্তরিকতার সাথে এই আতিথ্য গ্রহণ করে।
মিয়ানমারে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা খুব কম হলেও ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে বাংলাদেশের তিনটি ম্যাচেই তারা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
প্রবাসীরা বাংলাদেশ দলকে একদিন আতিথেয়তা দিতে চাইলেও খেলা ও অনুশীলনের ব্যস্ত সূচির কারণে তা সম্ভব হয়নি।
তবে এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ দলের দেশে ফেরা নিয়ে প্রবাসীরা দারুণ সন্তোষ প্রকাশ করেছেন।
সফল এক মিশন শেষে দেশের মাটিতে ফিরে আসার পর বাংলাদেশ নারী ফুটবল দলকে আজ রাত আড়াইটায় উষ্ণ অভ্যর্থনা জানাবে বাফুফে।