ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫

শান্তর সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৫:০৯ পিএম
নাজমুল হোসেন শান্ত ও বৈভব সূর্যবংশী। ছবি- সংগৃহীত

বৈভব সূর্যবংশী নামটি এখন ভারতীয় ক্রিকেটে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বয়স ভিত্তিক দল থেকেই প্রতিভার দ্যুতি ছড়িয়ে আসছিলেন তিনি, তবে গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সেঞ্চুরি করে ১৪ বছর বয়সেই দেশজুড়ে খ্যাতি অর্জন করেন এই তরুণ ক্রিকেটার।

এবার ইংল্যান্ড সফরে গিয়ে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আরও একটি রেকর্ড গড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি, যা যুব ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দ্রুততম এবং সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড।

গতকাল শনিবার ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে এক অনবদ্য প্রদর্শনীতে ৭৮ বলে ১৪৩ রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন সূর্যবংশী। এই ইনিংসের পথেই তিনি মাত্র ৫২ বলে শতরানের মাইলফলক স্পর্শ করেন, যা যুব ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি।

মাত্র ১৪ বছর ১০০ দিন বয়সে এই কীর্তি গড়েন বৈভব। এর মাধ্যমে তিনি যুব ওয়ানডে ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ডও নিজের করে নেন।

এর আগে এই রেকর্ডটি বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর দখলে ছিল, যিনি ১৪ বছর ২৪১ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন।

বৈভব সূর্যবংশীর এই রেকর্ড গড়া ইনিংসে ছিল ১৩টি চার এবং ১০টি বিশাল ছক্কা। যুব ওয়ানডেতে ভারতের হয়ে এটি সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড, যেখানে তিনি নিজেকেই ছাড়িয়ে গেছেন।

এর আগের ম্যাচেই ৩১ বলে ৮৬ রানের ঝোড়ো ইনিংস খেলার পথে ৯টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।

এমন ঐতিহাসিক ইনিংসের পর বৈভব বলেন, শতক করার পর আমার জানা ছিল না যে রেকর্ড গড়েছি। আমাদের ম্যানেজার অঙ্কিত স্যার পরে আমাকে বলেছেন যে আজকে আমি রেকর্ড গড়েছি।

উদযাপনের তেমন কিছু নেই। প্রতি ম্যাচ যেরকম স্বাভাবিক থাকে, সেরকমই। আজকে স্রেফ একটু খুশি যে দলের জন্য ভালো কিছু করতে পেরেছি। বাড়িতে কথা বলব, বন্ধুদের সঙ্গে কথা বলব।"