ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫

জামাল মুসিয়ালার গুরুতর ইনজুরি নিয়ে যা জানা গেল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৩:১৯ পিএম
জার্মান তরুণ তারকা জামাল মুসিয়ালা। ছবি- সংগৃহীত

ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজি ও বায়ার্ন মিউনিখের মধ্যকার ম্যাচে জার্মান তরুণ তারকা জামাল মুসিয়ালার গুরুতর ইনজুরি ফুটবল বিশ্বের হৃদয়ে নাড়া দিয়েছে।

ম্যাচ চলাকালে এক সংঘর্ষের পর মাঠেই যন্ত্রণায় কাতরাতে দেখা যায় ২১ বছর বয়সি এই মিডফিল্ডারকে। পরে তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়ানো হয়।

জার্মান সংবাদমাধ্যম কিকার এবং বিল্ড জানিয়েছে, প্রাথমিকভাবে মুসিয়ালার ফিবুলা ফ্র্যাকচার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া একাধিক লিগামেন্টেও ক্ষতির আশঙ্কা রয়েছে। রিপোর্ট অনুযায়ী, তিনি চার থেকে পাঁচ মাসের জন্য মাঠের বাইরে থাকতে পারেন।

যদি এই সময়কাল নিশ্চিত হয়, তাহলে ২০২৫ সালের পুরো ফুটবল মৌসুমই তার জন্য শেষ হয়ে যাবে।

তবে শুরুতে যে আশঙ্কা ছিল তিনি হয়তো পুরো ২০২৫-২৬ মৌসুম এমনকি ২০২৬ বিশ্বকাপও মিস করবেন। তা আপাতত নাও ঘটতে পারে।

বায়ার্ন মিউনিখ দলের সূত্র অনুযায়ী, বিস্তারিত মেডিকেল পরীক্ষা ও এমআরআই করা হবে রোববার, মিউনিখে ফিরে যাওয়ার পর। সেখান থেকেই নিশ্চিতভাবে জানা যাবে ইনজুরির প্রকৃত অবস্থা।

মুসিয়ালা গত কয়েক বছরে জার্মান ফুটবলের উজ্জ্বলতম প্রতিভাগুলোর একজন হয়ে উঠেছেন, তার এই ইনজুরির কারণে বায়ার্নের মধ্যমাঠে বড়সড় শূন্যতা তৈরি হতে যাচ্ছে।

পাশাপাশি জার্মান জাতীয় দলের কোচিং স্টাফও পড়েছে গভীর দুশ্চিন্তায়।