ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫

চতুর্থ সন্তানের বাবা হলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৫:৪৪ পিএম
নেইমার জুনিয়র ও ব্রুনা বিয়ানকার্দি। ছবি- সংগৃহীত

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রের পরিবারে যুক্ত হলো নতুন সদস্য। গতকাল শনিবার সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে জন্ম নিয়েছে নেইমার ও ব্রুনা বিয়ানকার্দির চতুর্থ কন্যাসন্তান।

যার নাম রাখা হয়েছে মেল। এই খবরটি নিশ্চিত করেছেন মা ব্রুনা নিজেই তার ইনস্টাগ্রামে।

গত বছর জানুয়ারিতেই এই সুখবরটি দিয়েছিলেন নেইমার ও ব্রুনা জুটি। এরপর থেকেই নেইমার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই নতুন অতিথির জন্য। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো।

ইনফ্লুয়েন্সার ও স্টাইল আইকন ব্রুনা বিয়ানকার্দির গর্ভে নেইমারের প্রথম কন্যা মাভি ২০২৩ সালে জন্ম নেয়। মাভি ছিল নেইমারের দ্বিতীয় সন্তান।

নেইমারের প্রথম সন্তান দাভি লুকা তার প্রথম প্রেমিকা কারোলিনা দান্তাসের গর্ভে ২০১১ সালে জন্ম নেয়। দাভি এখনো নেইমারের সঙ্গেই থাকে।

ব্রুনার সঙ্গে সাময়িক বিচ্ছেদের সময় ২০২৪ সালে ব্রাজিলিয়ান মডেল-ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লির কোলেও আসে নেইমারের আরেক কন্যা—হেলেনা। এরপর সর্বশেষ সংযোজন এই ছোট্ট মেল।

সন্তান জন্মের সময় পাশে থাকতে নেইমার বর্তমানে তার শৈশবের ক্লাব সান্তোসের কাছ থেকে ছুটি নিয়েছেন।

মেলের আগমনের খবর জানিয়ে ব্রুনা ইনস্টাগ্রামে লিখেছেন, আমাদের মেল এসেছে! আমাদের জীবন এখন আরও মধুর হয়ে উঠেছে। স্বাগত, প্রিয় কন্যা!

ঈশ্বররের আশীর্বাদ থাকুক তোমার জীবনে, সব খারাপ থেকে তিনি তোমাকে রক্ষা করবেন। আমরা তোমার সঙ্গে নতুন এই অধ্যায় শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমরা তোমাকে ভালোবাসি!

এই পোস্টের পর থেকেই শুভেচ্ছা বন্যায় ভাসছে নেইমারের পরিবার।

জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরা নেইমার সম্প্রতি চলতি বছরের শেষ পর্যন্ত তার চুক্তি নবায়ন করেছেন। বছর শেষেই বোঝা যাবে ২০২৬ বিশ্বকাপের আগে তিনি নতুন কোনো ক্লাবে যোগ দেবেন কিনা।

নেইমারের আগের তিন সন্তান ও তাদের মায়ের পরিচয়

১. দাভি লুকা: নেইমারের প্রথম সন্তান দাভি লুকা। ২০১১ সালের আগস্ট মাসে দাভি লুকার জন্ম হয়। তার মা হলেন নেইমারের সাবেক প্রেমিকা ক্যারোলিনা দান্তাস।

নেইমার যখন মাত্র ২০ বছর বয়সী, তখনই দাভি লুকার জন্ম হয়। দাভি লুকাকে প্রায়ই নেইমারের সঙ্গে দেখা যায়।

২. মাভি: নেইমারের দ্বিতীয় সন্তান এবং প্রথম কন্যা মাভি। ২০২৩ সালের অক্টোবর মাসে ব্রুনা বিয়ানকার্ডির সঙ্গে তার জন্ম হয়। ব্রুনা একজন মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।

৩. হেলেনা: নেইমারের তৃতীয় সন্তান হেলেনা। ২০২৪ সালের জুলাই মাসে তার জন্ম হয়। হেলেনার মা হলেন ব্রাজিলিয়ান মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আমান্দা কিম্বার্লি।

মাভির জন্মের প্রায় ৯ মাস পরেই হেলেনার জন্ম হয়।