ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

টিকটকার প্রিন্স মামুন আবারও গ্রেপ্তার

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০১:২১ পিএম
প্রিন্স মামুন। ছবি- সংগৃহীত

আলোচিত টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে ভাটারা থানা পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভাটারা থানার ইনচার্জ মো. রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

রাকিবুল হাসান জানান, “বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।”

এদিকে প্রিন্স মামুনের গ্রেপ্তারের বিষয়ে লায়লা গণমাধ্যমকে বলেছেন, “মামুন গ্রেপ্তার হয়েছে, এটি সত্য। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা আমি নিশ্চিত নই। তার বিরুদ্ধে অনেক মামলা চলছে।”

এর আগে গত বছর জুন মাসে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আখতার ফারহাদের দায়ের করা ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ট্রাইব্যুনাল মামলাটি খারিজ করে দেয়।

লায়লা অভিযোগ করেছিলেন, প্রিন্স মামুন সাইবার নিরাপত্তা আইন লঙ্ঘন করে অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করেছেন। গত ১৩ জুলাই ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলম এই মামলার খারিজের আদেশ দেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের সহকারী জুয়েল মিয়া সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, “সাইবার নিরাপত্তা আইন বাতিল হয়ে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করা হয়েছে। নতুন অধ্যাদেশে এই মামলার ধারা না থাকায় আদালত মামলাটি খারিজ করেছে।”