ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

আসিফের কন্সার্ট থামাতে সকাল-সন্ধ্যা ওয়াজ!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুন ৩, ২০২৫, ১১:৫৮ পিএম
কোরিয়ায় আসিফ আকবর। ছবি - সংগৃহীত

জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর এবার বিদেশ সফরেও পেলেন পুরনো ষড়যন্ত্রের ছায়া। ইনছনের কনসার্ট শেষে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, কোরিয়ায় তার শো বানচাল করতে নিজের দলের কিছু লোক সক্রিয় ছিল। 

তিনি লেখেন, ‘এই শো চার মাস আগে সেটল্ করা ছিল, আমার দলীয় লোকজন সেদিন ঠিকই সকাল ১১টা ও সন্ধ্যা ৬টায় ওয়াজের ব্যবস্থা করেছে প্রোগ্রাম ভণ্ডুল করার জন্য।’

আসিফের এই মন্তব্য ঘিরে কৌতূহল ছড়িয়েছে প্রবাসী কমিউনিটিতেও। শো বানচালের পেছনে ‘লোকাল গুটিবাজদের’ হাত রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি। 

তার পোস্টটি ইনছন বাংলাদেশি কমিউনিটির ফেসবুক পেইজ থেকেও শেয়ার করা হয়। 

যদিও শেষ পর্যন্ত সফলভাবেই শো সম্পন্ন করেন তারা। তাছাড়া আসিফ তার পোস্টে কারও নাম উল্লেখ করেননি, তবে তার লেখা ‘আমার দলীয় লোকজন’ শব্দটি রাজনৈতিক ব্যাখ্যার জন্ম দিয়েছে।

কোরিয়ায় কন্সার্ট শেষে আসিফ ও শো-এর উপস্থাপিকা অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। ছবি - সংগৃহিত 

তিনি আরও লিখেছেন, ‘কি অদ্ভুত মানসিকতা, অথচ শামীমও একজন সাচ্চা জাতীয়তাবাদী।’ এই বক্তব্য থেকে ইঙ্গিত মিলেছে, আয়োজক শামীম ইসলাম রাজনৈতিকভাবে একই মতের হলেও অন্তর্ঘাত এসেছে দলের অভ্যন্তর থেকেই।

এমন সময়ে আসিফ আকবরের এই অভিযোগ প্রবাসী সাংস্কৃতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। উল্লেখ্য, ইনছনের এই শোতে কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তওফিক ইসলাম শাতিল সস্ত্রীক উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার বাংলাদেশি কমিউনিটি কর্তৃক আয়োজন করা হয় বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ ওপেন এয়ার কনসার্ট। গত ৫মে  ইনছন গ্র‍্যান্ড পার্কে অনুষ্ঠিত এই শোতে গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।

শোটি আয়োজন করেন প্রবাসী ব্যবসায়ী ও  ইনছনের বাংলাদেশি কমিউনিটির চীফ শামীম ইসলাম, যিনি কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত।

আসিফের ভাষ্য অনুযায়ী, কনসার্ট সফল হলেও পেছন থেকে প্রোগ্রাম ভণ্ডুলে যে অপচেষ্টা ছিল, তা নজর এড়ায়নি তার। এখন দেখার বিষয়, এই অভিযোগের জবাবে ভবিষ্যতে কেউ কোনো প্রতিক্রিয়া জানায় কি না।