সোমবার, ০৭ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৯:৫৫ পিএম

বিরতির পর গানে ফিরলেন ইসলাম মানিক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৯:৫৫ পিএম

সঙ্গীতশিল্পী ইসলাম মানিক। ছবি - রূপালী ফটো

সঙ্গীতশিল্পী ইসলাম মানিক। ছবি - রূপালী ফটো

দেশের সংগীতাঙ্গনের পরিচিত মুখ ইসলাম মানিক। যার সংগীতযাত্রা শুরু ১৯৯৯ সালে। ‘মন্দিরা’ নামের একটি ব্যান্ডের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন।

২০০৮ সালে সংগীতার ব্যানারে প্রকাশ পায় ইসলাম মানিকের প্রথম একক অ্যালবাম ‘মেঘলা মেয়ে’। সংগীতায়োজনে ছিলেন ফোয়াদ নাসের বাবু ও বাপ্পা মজুমদার। অ্যালবামটির ‘মেয়ে তোমার আমি বন্ধু হব’, ‘বন্ধুরে’, ‘মাওলা’— গানগুলো শ্রোতাদের আলোড়িত করেছিল। 

এরপর ২০১৬ সালে বাজারে আসে মানিকের দ্বিতীয় অ্যালবাম ‘মন ঘুড়ি’। এই অ্যালবামের গানগুলোও শ্রোতাপ্রিয়তা অর্জন করে। এতে ছিল ‘আলো’, ‘ভেবে না পাই’, ‘চলে যেও না’—এর মতো গান।

ওই বছর জর্ডানের বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে অনুষ্ঠিত হয় তিনটি আন্তর্জাতিক কনসার্ট, যেখানে ইসলাম মানিক ও তার দল ‘টিম অফ ইসলাম মানিক’ অংশ নেন। সেখানেও প্রশংসিত হন এ গায়ক।

তবে একই বছর পরিবারের দুই সদস্যকে (মা-বোন) হারিয়ে অনেকটা থমকে যান তিনি। সংগীত থেকে নেন বিরতি। হয়ে পড়েন অনিয়মিত। দেখতে দেখতে কেটে যায় চার বছর। মানিক গানে ফেরেন ২০২০ সালে, করোনা মহামারির ভয়াবহতার মধ্যে। নিজের লেখা-সুরে সচেতনতার বার্তা দিতে থাকেন।

মানিক এখন গানে নিয়মিত। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করছেন গান। তার কথায়, ‘আমি চাই, আমার গান মানুষকে আনন্দ দিক, মানুষ শান্তি অনুভব করুক। তবেই সার্থক হবে আমার সংগীত জীবন। এখন আবার নিয়মিত গাইছি। চাই, আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ পাশে থাকুক।’

সম্প্রতি ইসলাম মানিক ব্যস্ত নতুন গানের কাজ নিয়ে। এরই মধ্যে কণ্ঠ দিয়েছেন আরটিভি আয়োজিত মিউজিক লাউঞ্জের গানে। এছাড়াও তার বেশ কয়েকটি গান রয়েছে মুক্তির অপেক্ষায়। এর বাইরে কয়েকটি গানের রেকর্ডিং এবং কয়েকটি মিউজিক ভিডিওর পরিকল্পনা চলছে বলে জানান মানিক।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!