উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় যখন দেশজুড়ে শোকের ছায়া, তখন নিজের অবস্থান থেকে সহমর্মিতার হাত বাড়িয়ে দিলেন ‘বাংলা গানের যুবরাজ’খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে দুর্ঘটনায় আহতদের জন্য রক্তের প্রয়োজনীয়তা তুলে ধরে একাধিক পোস্ট করেন তিনি।
একটি পোস্টে আসিফ লেখেন, ‘ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে এই মুহূর্তে রক্তের প্রয়োজন। বি নেগেটিভ, এ নেগেটিভ, ও নেগেটিভ, এবি নেগেটিভ।’
আবার আরেকটি পোস্টে তিনি একটি ফোন নম্বর দিয়ে লেখেন, ‘ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় আহত কারও জন্য রক্তের প্রয়োজন হলে এই নাম্বারে মেসেজ বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন।’
এমন বিপদের সময়ে সশরীরে গিয়ে উদ্ধারকার্যে ব্যাঘাত ঘটানোর চেয়ে রক্ত সংগ্রহ, তথ্য প্রচার, সহায়তার লিংক শেয়ারিংয়ের মতো দায়িত্বশীল ভূমিকা নিয়েছেন আসিফ। তার এমন ভূমিকা সামাজিক মাধ্যমে প্রশংসিত হচ্ছে, অনেকেই বলছেন, ‘এই আচরণ একজন শিল্পীর নয়, একজন মানবিক নাগরিকের।’
বিমান দুর্ঘটনার মতো স্পর্শকাতর সময়েও শোক জানিয়ে থেমে থাকেননি আসিফ। মানুষের জীবন বাঁচাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করেছেন জরুরি তথ্য ছড়িয়ে দিতে। সহমর্মিতার এমন প্রকাশ তার প্রতি মানুষের আস্থা ও ভালোবাসাকে আরও দৃঢ় করছে।
আপনার মতামত লিখুন :