কোক স্টুডিও বাংলার ভক্তদের অনেকদিন ধরে একটাই প্রশ্ন, ‘নতুন গান আসবে কবে?’ গত এক বছরেরও বেশি সময় ধরে এ প্রশ্নের উত্তর মিলছে না। ২০২৪ সালের ২৫ মে ওয়ারফেজের ‘অবাক ভালোবাসা’ প্রকাশের পর যেন হাওয়া হয়ে গেছে তৃতীয় মৌসুম। তারপর থেকে ভক্তদের আকুল প্রতীক্ষা থাকলেও আসেনি নতুন কোনো গান।

এর মাঝেই বুধবার রাতে মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণব ফেসবুকে দিলেন এক রঙিন টিজার। নিজের ছবি শেয়ার করে তিনি লিখলেন, ‘যদি থাকেন রাজি? ধরবেন নাকি বাজি? কোক স্টুডিও বাংলার পরের গান আসবে কবে? পরশু, তরশু নাকি আজি?’
এতেই মজে গেলেন ভক্তরা। কেউ লিখলেন, ‘আজই আসুক গান।’ কেউ আবার বাজি ধরতে প্রস্তুত। কিন্তু গোপনীয়তায় অভ্যস্ত অর্ণব এবারও মুখ খোলেননি। ফোনে যোগাযোগ করলেও কোনো মন্তব্য করেননি তিনি।
তৃতীয় মৌসুম শুরু হয়েছিল বেশ জাঁকজমকভাবে, ১৮০ জন সুরকার আর শিল্পীর অংশগ্রহণে। পরিকল্পনা ছিল ১১টি গান প্রকাশের। কিন্তু এখন পর্যন্ত মাত্র ৩টি গানই এসেছে দর্শকদের সামনে। ফলে ভক্তরা যেন অর্ধেক খাওয়া মিষ্টির মতো ঝুলে আছেন—শেষটা কবে মিলবে?

অর্ণবের রহস্যময় পোস্টে তাই নতুন করে আগুন ধরেছে গসিপে। কেউ বলছেন, গান আসছে আজ রাতেই। কেউ বাজি ধরেছেন, তরশুই সেই মাহেন্দ্রক্ষণ। আর ভক্তদের হৃদয়ে চলছে সেই পুরনো তৃষ্ণা - ‘গান কবে আসবে, অর্ণব?’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন