নারীদের অশ্লীল ও পণ্য হিসেবে প্রচারের অভিযোগে ভারতীয় র্যাপ গানের বরপুত্র হানি সিংয়ে বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সম্প্রতি অন্তর্জালে মুক্তি পেয়েছে হানি সিং-এর গান ‘ম্যানিয়্যাক’। এ গানের ভিডিওতে নারীদের পণ্যের মতো করে দেখিয়েছেন বলে পটনা আদালতে অভিযোগ অভিনেত্রী নিতু চন্দ্রের। অভিযোগের ভিত্তিতে র্যাপারের বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে।
তিনি বলেন, ‘ম্যানিয়্যাক’গানের কথাতে সরাসরি যৌনতার ইঙ্গিত দেয় এবং নারীদের যৌন পণ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে। গানের কিছু শব্দ খুবই আপত্তিকর। যা পটনার সংস্কৃতিকে ভুল ভাবে তুলে ধরে এবং নারীদের সামাজিক উন্নতিকে প্রশ্নবৃদ্ধ করা হচ্ছে এই গান। যার ফলে সমাজের ওপর খারাপ প্রভাব পড়তে পারে।
অভিযোগের তালিকা থেকে বাদ যাননি গানের গীতিকার লিয়ো গ্রেওয়াল এবং ভোজপুরি সঙ্গীতশিল্পী রাগিনী বিশ্বকর্মা ও অর্জুন আজনবি।
এখন পর্যন্ত অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জাননি হানি সিং।
আপনার মতামত লিখুন :