বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রেজাউল করিম খোকন

প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ১১:০৬ এএম

এই সিনেমার অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ

রেজাউল করিম খোকন

প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ১১:০৬ এএম

এই সিনেমার অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ

দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা

প্রায় বছর দেড়েক পর বড় পর্দায় ফিরছেন সালমান খান। চলতি মাসেই ঈদ উৎসবে মুক্তি পাবে ‘ভাইজান’-এর সিনেমা ‘সিকান্দার’। এতে তার বিপরীতে রয়েছেন রাশমিকা মান্দানা। এই মুহূর্তে অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় তার নাম প্রায় সবার উঁচুতে। 

রাশমিকা-ই একমাত্র অভিনেত্রী যার ঝুলিতে রয়েছে তিন তিনটি ৫০০ কোটি ক্লাবে ঢুকে পড়া সিনেমা ‘অ্যানিম্যাল’, ‘পুষ্পা ২’ এবং ‘ছাবা’। তবু ‘সিকান্দার’-এ তার পারিশ্রমিকের অংক সালমানের তুলনায় ২৪ গুণ কম! ‘সিকান্দর’-এর জন্য সালমান খান পেয়েছেন ১২০ কোটি টাকা আর সেখানে সিনেমার প্রধান অভিনেত্রী হিসেবে রাশমিকার ঝুলিতে ঢুকেছে মাত্র ৫ কোটি টাকা। অর্থাৎ সালমান-রাশমিকার তুলনায় ২৪ গুণ বেশি অংকের টাকা পেয়েছেন।

দক্ষিণী অভিনেত্রীদের নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। তাদের মধ্যে কেউ পেয়েছেন ‘জাতীয় ক্রাশ’-এর তকমা, কারও আবার অক্ষিপল্লবে মুগ্ধ দর্শক। আবার কারও শরীরী হিল্লোলে ঢেউ ওঠে অনুরাগীদের মনে। এই অভিনেত্রীরা কেবল দক্ষিণী সিনেমাতেই নয়, বলিউডেও নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলছেন ক্রমশ। পর পর বক্স অফিস কাঁপানো সিনেমা তার ঝুলিতে। 

পেয়েছেন ‘জাতীয় ক্রাশ’-এর তকমা। রাশমিকা মান্দানার হাসিতে ঘায়েল অনুরাগীরা। সমসাময়িক অভিনেত্রীদের তুলনায় বয়স কম হলেও বিনোদন দুনিয়ায় নিজের পাকাপাকি জায়গা করে ফেলেছেন অভিনেত্রী।

১৯৯৬ সালে ৫ এপ্রিল জন্ম রাশমিকার। তার বর্তমান বয়স ২৮। শুধু ‘পুষ্পা’র মতো সিনেমাতেই মারপিট করে খান্ত নন, বাস্তবেও বেশ প্রাণবন্ত পর্দার ‘শ্রীবল্লী’ রাশমিকা মান্দানা। সম্প্রতি পায়ে গুরুতর চোট পেয়েছেন, এমনকি চোট গুরুতর হওয়ায় প্লাস্টারও করাতে হয়েছে তাকে। তবে তাতে কি! ভাবখানা এমন যে ‘দ্য শো মাস্ট গো অন’। আর তাই হয়তো সময়মতো মুম্বাই রওনা হয়ে হায়দরাবাদ বিমানবন্দরে পৌঁছে যান রাশমিকা মান্দানা।

সম্প্রতি তাকে দেখা গছে ‘ছাবা’ সিনেমাতে। এই পিরিয়ড ড্রামায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। সিনেমাটিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকায় দেখা গছে ভিকি কৌশলকে। আর মহারানি ইয়েসুবাই ছিলেন মারাঠা শাসকের স্ত্রী, যাকে কিনা মারাঠা রাজ্যের ছত্রপতি মহারানি হিসেবে উল্লেখ করা হয়। এতে রাশমিকার লুক মুগ্ধ করেছে দর্শকদের। ‘সামি সামি’ গানের তালে আপামর ভারতীয়ের হৃদয়ে হিল্লোল তুলেছিলেন রাশমিকা মান্দানা।

বলিউডে সেই অর্থে তার প্রবেশ ঘটেছিল দক্ষিণী বহুভাষিক সিনেমা ‘পুষ্পা’র হাত ধরেই। তারপর তিনি এলেন ‘গীতাঞ্জলি’-রূপে। রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিমাল’ সিনেমাতে অভিনয় করে অবশ্য রাশমিকা বেশ খানিকটা সমালোচিতই হয়েছিলেন। তার চরিত্র নিয়ে যেমন দর্শকের মনে প্রশ্ন ছিল তেমনই প্রশ্ন উঠেছিল তার অভিনয় প্রতিভা নিয়েও। তবে এবার আবার তিনি ফিরছেন বলিউডে। 

বিপরীতে থাকবেন আর এক শক্তিশালী অভিনেতা আয়ুষ্মান খুরানা। অন্তত তেমনই জানা যাচ্ছে। তবে ‘সিকান্দার’ নিয়েও দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। কেননা এখানে প্রথমবারের মতো সালমানের বিপরীতে দেখা যাবে দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। এই সিনেমার অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ এবং সম্মানিত, জানালেন অভিনেত্রী।
 

রূপালী বাংলাদেশ

Link copied!