মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০১:৩৯ পিএম

তারকাদের নিয়ে জেবিনের ঈদ আয়োজন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০১:৩৯ পিএম

তারকাদের নিয়ে জেবিনের ঈদ আয়োজন

জেবিন। ছবি: সংগৃহীত

প্রজন্মের যে কয়জন সঞ্চালক সাবলীল উপস্থাপনায় দর্শকের আস্থা অর্জন করেছেন তাদের মাঝে শাহরিন জেবিন অন্যতম।চ্যানেল টুয়েন্টি ফোর গ্ল্যামারাস- উপস্থাপক ঈদ উৎসবে হাজির হবেন বিশেষ চমক নিয়ে। নিজের গ্রন্থনা উপস্থাপনায় ভিন্নধর্মী দুটো শো একটি নিয়মিত বিশেষ শো দর্শকদের উপহার দিবেন তিনি।

আলাপকালে দৈনিক রূপালী বাংলাদেশকে জেবিন জানান, তার দুটো শোতে ২০ জন অতিথি আড্ডা দিয়েছেন। ঈদের পর প্রচার হতে যাওয়াকালার্স টুয়েন্টি ফোর’– জেবিনের সঙ্গে আড্ডায় মাতবেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী।

জেবিন বললেন, ঈদে দুটো স্পেশাল শো করেছি। একটির নামঈদ তারকা সন্ধ্যাঅন্যটি,যে কথা হয়নি বলা প্রথম অনুষ্ঠানে প্রতি পর্বে দুজন করে অতিথি এসেছেন। তারা হলেন আরোহী মিম-সাকিব সিদ্দিক, দীঘিসোনিকা, মৌসুমী মৌনীল হুরেজাহান, আতিয়া আনিসাপারশা মাহজাবিন পূর্ণী অ্যালেন শুভ্রতাবাসসুম ছোঁয়া।

যে কথা হয়নি বলাতে দম্পতিরা আড্ডা দিয়েছেন। এসেছেন কনক চাঁপামাইনুল ইসলাম খান, নাঈম-শাবনাজ, সিয়াম-অবন্তী, মাসুম বাশার-মিলি বাশার ইমন-আয়েশা ইসলাম। আর ঈদের পর প্রথমকালার্স টুয়েন্টি ফোর’– এও থাকছে ঈদের আমেজ।

পর্বে এসেছেন শবনম ইয়াসমিন বুবলী। তিনি দর্শকদের জন্য দুটো গান গেয়েছেন। একটিজংলি’ সিনেমার অন্যটি, শাকিব খান-বুবলী জুটির একটি সিনেমার গান। পর্বটিও দর্শক উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।

জানা গেছে, ঈদের পাঁচ দিনঈদ তারকা সন্ধ্যাপ্রচার হবে সন্ধ্যা ৬টায় এবংযে কথা হয়নি বলাপ্রচার হবে  রাত ৯টায়।

এদিকে, ঢাকায় ঈদ করবেন জেবিন। সেদিনও অফিস করবেন তিনি। তার ভাষ্য, ঈদে অফিস করব। একটু করে ঘুরব। বাংলা সিনেমা দেখব।

উল্লেখ্য, ক্যারিয়ারের শুরুতে এটিএন বাংলা, এনটিভি, যমুনা টিভি ও ৭১–এ সঞ্চালনার পর চ্যানেল টুয়েন্টি ফোর–এ থিতু হয়েছেন জেবিন। তার সঞ্চালনায় ‘এন্টারটেইনমেন্ট টোয়েন্টি ফোর’ ও ‘কালার্স টোয়েন্টি ফোর’ পেয়েছে ভিন্ন মাত্রা। এ ছাড়া গ্রন্থনা করছেন ‘লাইফস্টাইল টোয়েন্টি ফোর’।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!