আঁধার সবসময়ই রহস্যময়। এ পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে, যা আমাদের কাছে এখনো অনাবিষ্কৃত। গুহা চর্চা হলো পৃথিবীর প্রাচীণতম একটি চর্চা। বিশ্বে এমন বহু ভ্রমণ পিপাসু মানুষ আছে, যাদের আগ্রহ কেবল গুহা নিয়েই।
কিন্তু পৃথিবীতে এমন কিছু গুহা রয়েছে, যেখানে সহজে পা রাখা যায় না। পা রাখতে চাইলে বুকভরা সাহস আর শারীরিক দক্ষতার সব নিয়মকানুণও জেনে রাখা ভীষণ জরুরি।
পৃথিবীতে এমন কয়েকটি গুহা রয়েছে, যেখানে কোনোদিনই সূর্যের আলো পৌঁছোতে পারে না। আসুন আজ জেনে নেওয়া যাক, পৃথিবীর গভীরতম গুহাগুলোর মধ্যে ১০টির গুহার কথা।
এক
ভেরিওভকিনা গুহা (জর্জিয়া): পৃথিবীর গভীরতম গুহাগুলোর মধ্যে অন্যতম। ভয়ঙ্কর এক গোলকধাঁধা জর্জিয়ার এই ভেরিওভকিনা। গুহার পাদদেশ থেকে ২,২১২ মিটার (৭,২৫৭ ফুট) নীচে নেমে গিয়েছে সেটি। ১৯৬৮ সালে ক্রাসনায়ার্স্কের গুহাবাসীরা এই গুহাটি আবিষ্কার করেছিলেন।
দুই
ক্রুবেরা-ভোরোনজা গুহা (জর্জিয়া): জর্জিয়ার ক্রুবেরা-ভোরোনজা গুহা প্রায় ৭,২১৫ ফুট (২,১৯৯ মিটার) গভীর। ‘কেভ অফ দ্য ক্রো’ অর্থাৎ ‘কাকেদের গুহা’ নামেও পরিচিত এই গুহাটি। অভিজ্ঞ গুহা-পর্যটকদের কাছে এটি বেশ জনপ্রিয়।
তিন
সারমা গুহা (জর্জিয়া): জর্জিয়াতেই রয়েছে সারমা গুহা। যেটি গভীরতম গুহাগুলোর মধ্যে অন্যতম। গভীরতা প্রায় ৬,০০৪ ফুট (১,৮৩০ মিটার)। এই গুহায় পৌঁছোতে গেলে ভয়ঙ্কর এবং দুর্গম পথ পেরোতে হয়। এই গুহা অকল্পনীয় সুন্দর বলে দাবি পর্যটকদের।
চার
স্নেজ়না গুহা (জর্জিয়া): জর্জিয়ার আরও একটি গুহার সন্ধান দেওয়া হল। স্নেজ়নার গভীরতা প্রায় ৫,৭৭৪ ফুট (১,৭৬০ মিটার)। এই বিস্তৃত গুহায় রয়েছে নদীও। তা ছাড়া বরফ জমে জমে বিভিন্ন আকৃতি তৈরি হয়েছে সেই গুহায়।
পাঁচ
ল্যাম্প্রেখটসোফেন (অস্ট্রিয়া): অস্ট্রিয়ার ল্যাম্প্রেখটসোফেন গুহা প্রায় ৫,৬৯২ ফুট (১,৭৩৫ মিটার) গভীর। দুর্গম এই গুহায় একাধিক প্রবেশপথ রয়েছে। তবে পথগুলি বেশ দুর্গম।

ছয়
গুফার মেরোল্ডা (ফ্রান্স): ফ্রান্সের এই গুহা প্রায় ৫,৬৮৬ ফুট (১,৭৩৩ মিটার) গভীর। এই গভীর গুহার অন্যতম বৈশিষ্ট্য হল এর খাড়া রাস্তা, যা দিয়ে নীচে নামা হয়।
সাত
গুফার জঁ-বার্নার্ড (ফ্রান্স): আরও একটি ফরাসি গুহা, গুফার জঁ-বের্নার, প্রায় ৫,৩০৫ ফুট (১,৬১৭ মিটার) গভীর। এই গুহাতেও বেশ দুর্গম পথ রয়েছে, যা সহজে অতিক্রম করা যায় না।
আট
সিস্তেমা দেল সেরো দেল কুয়েভন (স্পেন): স্পেন তালিকায় স্থান পেয়েছে এই গুহার হাত ধরে। গভীরতা প্রায় ৫,২১৩ ফুট (১,৫৮৯ মিটার)। মাটির তলায় বড় বড় গভীর খাদ দেখতে হলে এই গুহায় যেতে হবে।
নয়
হিরলাৎজ়হোল (অস্ট্রিয়া): অস্ট্রিয়ার আরও একটি গুহা স্থান পেয়েছে এই তালিকায়, যার গভীরতা প্রায় ৫,১২০ ফুট (১,৫৬০.৫ মিটার)। এই বিশাল গুহার ঐতিহাসিক মাহাত্ম্যের জন্য অনেকেই ঘুরতে যান সেখানে।
দশ
সিস্তেমা ওয়াউতলাহ (মেক্সিকো): উত্তর আমেরিকার মেক্সিকোয় রয়েছে এই গুহা। এর গভীরতা প্রায় ৫,১১৮ ফুট (১,৫৬০ মিটার)। প্রত্নতাত্ত্বিক গুরুত্বের জন্য পরিচিত এই গুহা।

 
                            -20250308155254.jpg) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন