শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৫:২১ পিএম

বিকেলের নাশতায় যে ৫ খাবার স্বাস্থ্যকর

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৫:২১ পিএম

নানা ধরনের ফল। ছবি- সংগৃহীত

নানা ধরনের ফল। ছবি- সংগৃহীত

তিন বেলা খাবারের বাইরে হালকা নাশতা খাওয়ার অভ্যাস আমাদের প্রায় সবারই আছে। বিশেষ করে বিকেলের নাশতা সবচেয়ে বেশি খাওয়া হয়। এর প্রধান কারণ হলো দুপুর এবং রাতের খাবারের মধ্যে সময়ের ব্যবধানটা কিছুটা বেশি হওয়া। ফলে বিকেল হলে ক্ষুধা অনুভূত হওয়া স্বাভাবিক।

তবে বেশিরভাগ ক্ষেত্রেই এ সময়ে ভাজাভুজি, কেক বা পেস্ট্রির মতো খাবার খাওয়া হয়, যা স্বাস্থ্যকর নয়। তাই বিকেলের নাশতায় অবশ্যই স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া উচিত। এমন কিছু খাবার রয়েছে, যা বিকেলের নাশতায় স্বাস্থ্যকর হিসেবে খাওয়া যায়।

চলুন জেনে নিই সেগুলো কী কী:

স্বাস্থ্যকর সালাদ খান

সালাদ এমন একটি খাবার যা খুব সহজেই তৈরি করা যায় এবং বেশ স্বাস্থ্যকরও। সুস্বাদু এই খাবারটি আপনি তাইলে তৈরি করতে পারবেন বিভিন্নভাবে কাঁচা সবজি দিয়ে। এমনকি মুরগির মাংস চিংড়ি ইত্যাদিও তৈরি করা যায় সালাদ। আপনার পছন্দ মতো সবজি কুচি করে নিয়ে তার সঙ্গে টক দই, লবণ, মরিচ, চাট মশলা ইত্যাদি মিশিয়ে সালাদ তৈরি করতে পারেন। চাইলে সেদ্ধ ডিম, লেবুর রস, পছন্দমতো সবজি, লবণ, মরিচ ইত্যাদি দিয়ে তৈরি করতে পারেন এগ সালাদ। সালাদের সঙ্গে সেদ্ধ ছোলা ও বাদাম মেশালে তা আরও বেশি স্বাস্থ্যকর হয়। নানারকম ফল দিয়ে সালাদ তৈরি করতে পারেন ফ্রুট সালাদ।

খেতে পারেন যেকোনো ফল

ফলে হতে পারে বিকেলের নাস্তায় একটি স্বাস্থ্যকর খাবার। তবে ভালো না লাগলে একটু বিভিন্নভাবে খেতে পারেন। সালাদ করে খেতে পারেন অথবা ফল সুন্দর করে কেটে নিয়ে তার সঙ্গে পিনাট বাটার ও পানি ঝরানো দই দিয়ে খেতে পারেন। মৌসুমী সব ধরনের ফল খাওয়ার অভ্যাস করুন। ফলের জুস খেতে পারেন তবে আস্ত ফল খাওয়া খাওয়া বেশি স্বাস্থ্যকর।

নানা ধরনের বাদাম

বাদাম আমাদের শরীরের জন্য উপকারী সে বিষয়ে জানা আছে নিশ্চয়ই। আমন্ড, আখরোট, চিনা বাদাম, পেস্তা, কাজু ইত্যাদি বাদাম খেলে শরীরে নানা উপকার মেলে। সব ধরনের বাদাম একসঙ্গে মিশিয়ে শুকনো খোলায় ভেজে নিতে হবে। এরপর ঠান্ডা করে নিন। এর সঙ্গে মেশান কালো আঙ্গুর, কিশমিশ ইত্যাদি। এবার মিশ্রণটি একটি পাত্রে আটকে রাখুন। বিকেলে ক্ষুধা পেলে একমুঠো খেয়ে নিলেই পেট ভরে যাবে।

খেতে পারেন ভুট্টা কিংবা ছোলা

ছোলা কিংবা ভুট্টা নাস্তা হিসেবে স্বাস্থ্যকর। তবে শুধু ছোলা কিংবা ভুট্টা খেতে ভালো না লাগলে অল্প মরিচ, লবণ, ধনেপাতা, লেবুর রস দিয়ে মেখে খাবেন। তখন কিন্তু স্বাদ দুর্দান্ত হবে। এর সঙ্গে চাইলে সামান্য মুড়ি মিশিয়ে খেতে পারেন। অল্পতেই পেট ভরানোর এমন স্বাস্থ্যকর উপায় আর পাবেন না।

ডিম ও মুরগির মাংস

সামান্য অলিভ অয়েলে একটু রসুন, চিলি ফ্লেক্স দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা মুরগির মাংস হালকা ভেজে নিন। বিকেলে এই নাস্তা খেলে তা অনেকক্ষণ পেট ভরিয়ে রাখবে। খাবারেই অতিরিক্ত লবণের ব্যবহার এড়িয়ে চলবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!