প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।
তবে অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব, আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।
জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।
কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ। আজ বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হলো-
মেষ রাশি
আজ সহকর্মীদের থেকে উপকার পেতে পারেন মেষ রাশির জাতকরা। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বাড়বে। প্রেমের সম্পর্ক তিক্ত হতে পারে। বৈদেশিক বাণিজ্যে সাফল্য আসবে। চোখের সমস্যা বাড়তে পারে। গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে।
বৃষ রাশি
আজ আয় মন্দ হবে না বৃষ রাশির জাতকদের। সদগুরুর সান্নিধ্য পেতে পারেন। প্রিয় বন্ধুর ক্ষতির আশঙ্কা রয়েছে। জ্ঞাতিশত্রুতা বাড়তে পারে। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে। দাম্পত্য জীবনে মতভেদ বাড়বে। কমিশনভিত্তিক কাজে আয় বৃদ্ধি হতে পারে।
মিথুন রাশি
আজ অনেকগুলো কাজের মধ্যে উপযুক্ত কাজটি বেছে নিতে হবে। ব্যবসায় হিসেবের গোলযোগের সম্ভাবনা রয়েছে। খরচবহুল জীবনযাত্রায় আজ সাময়িক স্বস্তি পেতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য উদ্বেগ বাড়াবে। ভাই-বোনের সঙ্গে মতভেদ বাড়তে পারে।
কর্কট রাশি
শিরদাঁড়ার রোগের প্রকোপ বাড়তে পারে। গৃহসজ্জার কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নতুন সুযোগ আসবে। আইনি যে কোনও গোলযোগ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। কারও থেকে অর্থ সাহায্য নিলে শোধ করতে সমস্যায় পড়তে পারেন।
সিংহ রাশি
অহেতুক চিন্তা বাড়তে পারে। অসাধানতায় ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। আয় বাড়তে পারে। অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ আসতে পারে। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় বাধা আসার সম্ভাবনা রয়েছে। কোনও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সাহায্য পেতে পারেন।
কন্যা রাশি
অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ পেতে পারেন। অহেতুক বিবাদে না জড়ানোই ভালো। যে কোনও রকম প্রতিযোগিতামূলক কাজকর্ম এড়িয়ে চলুন। স্বাস্থ্যে অবনতির কারণে চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে। দৈনন্দিন খরচের মাত্রা বাড়তে পারে।
তুলা রাশি
জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে তুলা রাশির জাতকদের। কাজ সংক্রান্ত কোনও গোলযোগ বাড়তে পারে। বাবার সঙ্গে মতভেদ বাড়বে। পড়ুয়াদের শিক্ষাক্ষেত্রে সমস্যা আসতে পারে। চিকিৎসা সংক্রান্ত কারণে ব্যয় বৃদ্ধি হবে।
বৃশ্চিক রাশি
নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন বৃশ্চিক রাশির জাতকরা। গুরুজনের সঙ্গে মতানৈক্য বাড়াবে। অবিবাহিতদের বিয়ের যোগাযোগ স্থাপন হতে পারে। রোজগার ঠিকঠাক হলেও খরচ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠান্ডা লাগার প্রবণতা বাড়তে পারে।
ধনু রাশি
আজ স্নায়ুর সমস্যা বাড়তে পারে ধনু রাশির জাতকদের। বন্ধুর থেকে আজ প্রতারিত হতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা ন্যায্য প্রাপ্তি পেতে পারেন। উপার্জিত অর্থ সঞ্চয় করতে সমর্থ হবেন। নিকট আত্মীয়ের দ্বারা উপকার পেতে পারেন।
মকর রাশি
সহকর্মীদের ভুলত্রুটি আপনি শুধরে দিতে পারেন। হারানো মূল্যবান বস্তু খুঁজে পেতে পারেন। নতুন উদ্যোগ শুরু করলে তা লাভজনক হতে পারে। সমস্যার গভীরে প্রবেশ করে সমাধান করতে আপনি সক্ষম হবেন। সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন।
কুম্ভ রাশি
অপ্রত্যাশিত যোগাযোগ ঘটতে পারে। জমানো টাকা খরচ হয়ে যেতে পারে। রাজনীতিবিদদের সুনাম বৃদ্ধি পাবে। নতুন কাজের সন্ধান পেতে পারেন। পেশা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় অংশীদারের সঙ্গে ঝামেলা সৃষ্টি হবে। কোনও রকম চুক্তি এড়িয়ে চলুন।
মীন রাশি
সম্পর্কের জটিলতা কাটাতে তৃতীয় ব্যক্তির সাহায্য পেতে পারেন। পেটের সমস্যা বাড়তে পারে। মূল্যবান বস্তু হারিয়ে ফেলতে পারেন। ভ্রমণে সাময়িক বাধা পেতে পারেন। স্ত্রীরোগের প্রকোপ বাড়তে পারে। গাড়িতে যান্ত্রিক সমস্যা হতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা রূপায়ণের কারণে অর্থ ব্যয় হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন