যুক্তরাজ্যের অ্যাটমিক এনার্জি অথরিটি ও ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সম্প্রতি এক বিপ্লবী ব্যাটারি উদ্ভাবন করেছেন, যা একবার চার্জেই টানা ৫,৭০০ বছর বিদ্যুৎ সরবরাহ করতে পারে!
এই অত্যাধুনিক কার্বন-১৪ ডায়মন্ড ব্যাটারি রেডিওএক্টিভ কার্বন-১৪-এর ক্ষয় থেকে শক্তি সংগ্রহ করে। সৌর প্যানেলের মতোই এটি বিদ্যুৎ উৎপন্ন করে, তবে ফোটনের পরিবর্তে ব্যবহার করা হয় দ্রুতগতির । কার্বন-১৪-এর দীর্ঘ অর্ধায়ুর কারণে, এই ব্যাটারি যুগের পর যুগ বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম।
বিশেষজ্ঞদের মতে, এই ব্যাটারি বিশেষভাবে উপযোগী হবে এমন ক্ষেত্রে, যেখানে ব্যাটারি পরিবর্তন করা অত্যন্ত কঠিন বা প্রায় অসম্ভব। মহাকাশ গবেষণা, নিরাপত্তা ডিভাইস, চিকিৎসা সরঞ্জাম, এমনকি হার্টের পেসমেকারেও এটি ব্যবহারের সম্ভাবনা দেখা যাচ্ছে।
গবেষকরা আগামী দশকে এই প্রযুক্তির কার্যকারিতা আরও উন্নত করার পরিকল্পনা করছেন। তাদের আশা, শিল্প খাতের সহযোগিতায় এটি শক্তি সংরক্ষণের প্রচলিত ধারণায় আমূল পরিবর্তন আনতে সক্ষম হবে।
 

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন