চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে চট্টগ্রামমুখী যাত্রীবাহী হানিফ বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছে।
রোববার (২৫ মে) বিকাল পৌনে ৪টায় দিকে উপজেলার দোহাজারী পৌরসভার পাঠানিপুল এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন, কক্সবাজার খুটাখালীর মমতাজ (৬০), বাঁশখালীর মো. ইউছুপ (৪৫), বাক্ষনবাড়ীয়ার মফিজুল ইসলাম নান্টু (৬২), ইলিয়াছ হোসেন (৬০)। ময়মসিংহের শেখ আবদুর নাজমা খাতুন (৪৫), আবদুল হক (৫০), লাবলী বেগম (৫০), ঝর্ণা বেগম (৫৫), রেহেনা পারভীন (৪০), সাত্তার (৪০), হালিশহরের মো. আবু রায়হান (৪৩) ও কুমিল্লার রুবি আক্তার (২৭)।
জানা গেছে, চন্দনাইশে চট্টগ্রামমুখী যাত্রীবাহী হানিফ বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়িটিতে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করেন। অন্যন্যা বেসরকারী হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।
দোহাজারী হাইওয়ে পুলিশ তদন্তকারী কর্মকর্তা মতিউর বলেন, বৃষ্টি কারণে ফাঁকা সড়ক পেয়ে ও চালক দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিল। হঠৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহতের ঘটনাটি
ঘটেছে। তবে কেউ নিহত হয়নি।
দুর্ঘটনাকবলিত গাড়িটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।