দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৭ জন। এর মধ্যে একমাত্র বরিশাল বিভাগেই আক্রান্ত হয়েছেন ১২৭ জন, যা দেশের অন্য যেকোনো বিভাগের তুলনায় বেশি। তবে আশার খবর, এই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
রোববার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শনিবার (৫ জুলাই) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩১৭ জন। বরগুনা জেলার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
এ পর্যন্ত বরগুনায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫৯ জন এবং মৃত্যু হয়েছে ২৮ জনের।
চলতি বছর ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৭১ জন এবং মারা গেছেন ৪৫ জন।
অন্যদিকে ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।
২০২৩ সালে এই সংখ্যা ছিল আরও বেশি, মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।
আপনার মতামত লিখুন :