দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৯১ জন।
শনিবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে সর্বোচ্চ ১২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এরপর রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৩ জন, ঢাকার বাইরের (ঢাকা বিভাগে) ৩৯ জন, রাজশাহীতে ৫৭ জন, চট্টগ্রামে ৪১ জন, খুলনায় ৩০ জন, ময়মনসিংহে ১১ জন এবং রংপুরে ২ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৯ জন পুরুষ এবং ২৬ জন নারী। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ১৪ হাজার ৪৬০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্ষা মৌসুমে ডেঙ্গু সংক্রমণ বাড়ার প্রবণতা থাকায় নাগরিকদের সচেতন থাকার পাশাপাশি এডিস মশা নির্মূলে স্থানীয় প্রশাসন ও জনসাধারণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :